বাংলাদেশে একটা ন্যারেটিভ চর্চা হচ্ছে, অবিশ্বাস্য হলেও সেটি হচ্ছে, বাংলাদেশে হিন্দু মৌলবাদীরা বাংলাদেশকে ‘হিন্দু রাষ্ট্র’ বানানো গভীর ষড়যন্ত্র করছে! এই কাজে বিজেপি, ‘র, ইসকন যৌথভাবে কাজ করছে। যখনই কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ সরকারী বড় কোন পদে গিয়ে বসে সেটি হচ্ছে র’ এজেন্টদের পদোন্নতি। এইসব কর্মকর্তারা বিজেপির বাংলাদেশকে হিন্দুরাষ্ট্র বাস্তবায়নের নীল নকশা বাস্তবায়নের অংশ…। এই ন্যারিটিভে বিন্দুমাত্র বাস্তবতা থাকার শূন্য পরিমাণ সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশ ৪৭ সালে হিন্দুদের মেরুদ্বন্দ্ব ভেঙ্গে দিয়ে ‘মুসলমানদের দেশ’ বাস্তবায়ন করার মাধ্যমে হিন্দু মৌলবাদের নুন্যতম সম্ভাবনাও নেই। কিন্তু এটি বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করতে ভালোবাসে। ইহুদীরা বাংলাদেশের মুসলমানদের ঈমন নষ্ট করার জন্য ছদ্মবেশে বাংলাদেশে ঢুকে পড়েছে। হিন্দুরা বাংলাদেশে একটি মসজিদও আস্ত রাখবে না। মুসলমানা যদি সতর্ক না হয় তাহলে এরপর মসজিদ থেকে উলু ধ্বনি আসবে। এমনকি বাংলাদেশের ক্রিকেট ম্যাচেও মোদি ফোন করে হাসিনাকে বলে ম্যাচ হেরে যেতে… এগুলো এদেশের মুসলমানরা বিশ্বাস করতে ভালোবাসে। মেরাজ ফেরেস্তা নবী বিশ্বাসের মত এগুলো বিশ্বাস না করলে বাঙ্গু মুসলমানদের জাতীয়তাবাদ কর্পূরের মত উবে যাবে। ফলে পাবলিক মনোভাব জেনে নিয়ে সব পক্ষই বাংলাদেশে বিজেপির হিন্দু রাষ্ট্র বাস্তবায়নের অশনিসংকেত দেখতে পাওয়া যাচ্ছে বলে এগিয়ে আসছে।
বাংলাদেশের হিন্দুরা সব র’ এজেন্ট, এরকম একটি ন্যারেটিভ পাকিস্তান আমলে বাজারে খুব জনপ্রিয় ছিলো। এ কারণে হিন্দুদের সব সময় সন্দেহ করা হতো। যে কোন হিন্দুকে গণধোলাই দিতে, তাকে দেশছাড়া করতে খালি ‘ইন্ডিয়ার স্পাই’ বলে দিলেই হতো। সেসময়কার ইত্তেফাকে পল্টন, গুলিস্তানে এরকম বহুজনকে গণধোলাই দেয়ার খবর ছাপা হয়েছিলো। শুধু কেউ একজন ধর ধর ‘ইন্ডিয়ার স্পাই’ বলে দিলেই পাবলিক হই হই করে মারতে ছুটত। এখন ঠিক সেই সময়টি ফিরে এসেছে। হিন্দুদের মধ্যে যারা খুব পরিচিত সমাজে তাদেরকে র’ এজেন্ট হিসেবে দাগিয়ে দেযা হচ্ছে। এই বাস্তবতায় কিছু হিন্দু যারা আওয়ামী লীগ করে তারা নিজের দল ও পুরো দেশের কাছে খাঁটি দেশপ্রেমিক প্রমাণ করতে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনের সময় এমন একটি ভূমিকা নেয়, এমন সব বক্তব্য দেয়া শুরু করে যেগুলো দেখে ইনকিলাব দৈনিক সংগ্রামের সম্পাদকীয় বিভাগ পর্যন্ত লজ্জায় লাল হয়ে যায়। আরেক দল হিন্দু আছে এরা মার্কসবাদী। নিজের দেশের ইসলামিক মৌলবাদের খবর নেই পাশের দেশের হিন্দু মৌলবাদ নিয়ে চিন্তায় তাদের ঘুম আসে না। উত্তর প্রদেশে স্কুল পাঠ্য থেকে মুঘল ইতিহাস বাদ দেয়া ঘটনায় (যদিও অভিযোগটি সঠিক নয়, ভারতীয় মার্কসবাদীদের তথ্য বিকৃত প্রোপাগন্ডা এটা) নিয়ে তাদের জ্বালাময়ী পোস্টে ফেইসবুক ছয়লাব। নিজেদের দেশে দিনের পর দিন মুসলিম মৌলবাদের উত্থান দেশকে আফগানিস্থানে নিয়ে যাওয়া নিয়ে তাদের কিছু যায় আসে না। ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে এই প্রশ্ন তুললেও এরা কোনদিন বাংলাদেশ কেন মুসলিম রাষ্ট্র এই প্রশ্ন তোলে না। এটাও নিজেকে হিন্দু হিসেবে মুসলমানদের কাছে বিশ্বস্ত ও ভালো সাজানোর একটি ব্যর্থ প্রয়াস। এই গ্রুপটি যেদিন (যেন কোনদিন সে দিনটি না আসে) বাংলাদেশ ছেড়ে ভারতে যাবে তখনো এরা হিন্দুত্ববাদীদের ভূত দেখতে পাবে!
© Susupto Pathok সুষুপ্ত পাঠক
0 মন্তব্যসমূহ