admin প্রকাশের সময়: মে ৩, ২০২৩
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের রাজকুমারের ১৮ শতক পৈত্তিক জমিতে তাদের লাগানো গাছ কাটতে বাঁধা দেওয়ায় ভূমিদস্যু মফির নেতৃত্বে আলতাব বাহিনীর হামলায় জমির মালিক রাজকুমার ও তার স্ত্রী বুদ্ধিমতী সহ সন্তানরা গুরুতর আহত হয়েছে।
বর্তমানে আহত পরিবার ফুলবাড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা।
ফুলবাড়ী থানার ওসি জানান, বিষয়টি অবগত নয় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা দেয়া হবে।
সূত্র: প্রতিদিনের বাংলা
0 মন্তব্যসমূহ