আপনার সন্তান কি সুরক্ষিত???
গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হীরন ইউনিয়নের তাড়াশী গ্রাম নিবাসী গোসাই কর্মকার। লোহার দা-বটি, ছুরি-কাঁচি, শাবল-কোদাল বানিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই মেয়ে, এক ছেলের সংসারে অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী।
বড় মেয়ে পূজা কর্মকার (১৭) কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। পাশ্ববর্তী মাঝবাড়ী গ্রামের মতিয়ার ফকিরের ছেলে সাকিব ফকির (২২) পূজাকে অপহরণ করে নিয়ে যায়। বিগত ২৫ মার্চ ২০২৩ বিকাল ৫ টায় সাকিব তার সহযোগীদের নিয়ে পূজাকে তাদের বাড়ীর সামনের রাস্তা থেকে তুলে নিয়ে যায়। তার পিতা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে ছুটোছুটি করে কোন প্রতিকার না পেয়ে ৭ এপ্রিল কোটালিপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন।
মেয়ে হারিয়ে পাগলপ্রায় পরিবারে আসে আরেক বিপদ। যে দোকান চালিয়ে ৭ সদস্যের পরিবারে দুবেলা ভাতের জোগান হত ঘাঘর বাজারের সে দোকানটিও ২২ এপ্রিল ২০২৩ রোজ শনিবার রাত ৯ঃ৩০ মিনিটের দিকে আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। মুহুর্তের মধ্যে বাজারের ৩৪টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
একদিকে সন্তানের কষ্ট অন্যদিকে আয়ের একমাত্র উৎস হারিয়ে পরিবারটি একেবারে পথে বসেছে। মেয়েটি দীর্ঘ ১ মাস পার হয়ে গেলেও উদ্ধার হয়নি।
সূত্র: মলয় ঘটক
0 মন্তব্যসমূহ