লাভজিহাদ বিরোধী সিনেমা "কনভারশন"

লাভজিহাদ বিরোধী সিনেমা "কনভারশন"

বাংলাদেশে লাভজিহাদ বিপদজনক রূপ ধারণ করছে।


সম্প্রতি ৬ই মে (২০২২) ভারতে লাভজিহাদ নিয়ে একটি হিন্দি মুভি রিলিজ হয়েছে। মুভিটার নাম "The Conversion "। এই মুভির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অভিনেত্রী Vindya Tiwari.। এই মুভি রিলিজ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে এই মুভির টিমকে। ভারতে বিজেপি ক্ষমতায় না থাকলে এই মুভি রিলিজ করা হয়তো সম্ভব হতো না। এই মুভিতে দেখানো হয়েছে হিন্দু মেয়েদের  ধর্মান্তরিত করার লক্ষ্যে কীভাবে সুকৌশলে ও সুপরিকল্পিতভাবে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলা হয় এবং দেখানো হয়েছে একটা লাভজিহাদের ফাঁদে পড়া হিন্দু মেয়ে কীভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারে। 


সবাই একটিবার চিন্তা করে দেখুন, কোনো বাস্তব ঘটনা কতোটা গুরুত্বপূর্ণ হলে সেটা নিয়ে একটা আস্ত মুভি তৈরি করা হয়। তাও আবার হিন্দি মুভি।


লাভজিহাদ বিরোধী সিনেমা "কনভারশন"


🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶


সবাই এই মুভিটা অবশ্যই দেখুন এবং নিজে লাভজিহাদ সম্পর্কে সচেতন হোন এবং নিজের পরিবার, আত্মীয়স্বজন, হিন্দু বন্ধুবান্ধব এবং পাড়া-প্রতিবেশী সবাইকেই লাভজিহাদ সম্পর্কে সচেতন করুন এবং কেউ এই ফাঁদে পড়ে থাকলে তৎক্ষনাৎ যেকোনো উপায়ে তাকে বাঁচানোর চেষ্টা করুন। নিজে না পারলে যেকোনো হিন্দু সংগঠনকে জানান।


🔶🔶🔶🔶🔶🔶🔶🚩🚩🚩🚩


#বিঃদ্রঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় ) অধ্যয়নরত হিন্দু মেয়েরা ও উদাসীন ও অসচেতন পিতা মাতা সমৃদ্ধ পরিবারের মেয়েদের লাভজিহাদের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি।


তাই নিজেদের কন্যাসন্তান যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া হয়, তাহলে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন (যেমন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, মোবাইলে কার সাথে চ্যাটিং করছে, উল্টোপাল্টা বুঝিয়ে কেউ তার ব্রেইনওয়াশ করছে কিনা)। উদাসীন হয়ে নিশ্চিন্তে বসে থাকবেন না। মনে রাখবেন বিধর্মী কেউই নিরাপদ নয় (ছেলে হোক বা মেয়ে)। ওদের প্রত্যেকের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই। হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করা। বাইরে থেকে দেখে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না ওদের মনে কী চলছে। তাই বিধর্মী মেয়ে হলেও নিজের মেয়েকে তাদের সাথে অবাধে চলাফেরা করতে দিবেন না। 


🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩


এটা একটা স্বল্প বাজেটের মুভি। এটার একমাত্র উদ্দেশ্য উপমহাদেশের সকল হিন্দু মেয়েদের লাভজিহাদের ভয়ংকর রূপ সম্পর্কে সচেতন করা। এই মুভির প্রচারের জন্য তেমন কোনো আলাদা বাজেট নেই।তাই অন্য সব বলিউড মুভির তুলনায় এই মুভির প্রচার কম হচ্ছে। 🔶🔶🔶🔶🔶





Source

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ