স্বামী বিবেকানন্দের বই আলো জ্বালালো ক্রিস গেইলের হৃদয়ে

স্বামী বিবেকানন্দের বই আলো জ্বালালো ক্রিস গেইলের হৃদয়ে

স্বামী বিবেকানন্দ আমার ভিতরে যে আলো জ্বেলে দিয়েছেন, এখন আমার  কাজ স্বামীজির সেই আলো ছড়িয়ে দেওয়া।- কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল।।


------


ক্রিকেট ইতিহাসে তিনি পরিচিত "ইউনিভার্সাল বস" হিসেবে। টেস্ট ম্যাচে ১৫টি সেঞ্চুরি, দুইটি ট্রিপল সেঞ্চুরিও আছে , ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ২৫। টি-টোয়েন্টির হার্ডহিটার কিংবা ভারতের আইপিএলে তাঁর কীর্তির কথা সকলেই অবগত, সেই প্রসঙ্গে আর নাইবা গেলাম। এককথায়, বর্ণময় এক ব্যাটসম্যান তিনি। 


২০২১ সালে ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনা ভ্রমণে গিয়ে ক্রিস গেইল স্বামী বিবেকানন্দের একটি বই হাতে পান, বইটির নাম ছিল, "Living At The Source"।  স্বামীজীর এই বইটি আমূল বদলে দেয় ক্রিস গেইলের জীবন। ৪২ বছর বয়সী ক্রিস গেইলের ধ্যান জ্ঞান হয়ে যায় স্বামী বিবেকানন্দ। 


অতি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের একটি খবরের কাগজের সাংবাদিককে গেইল বলেছেন, 


"স্বামী বিবেকানন্দ আমার ভিতরে যে আলো জ্বেলে দিয়েছেন  এখন আমার কাজ স্বামীজির সেই কথা ছড়িয়ে দেওয়া।"


ওয়েস্ট ইন্ডিজে রামকৃষ্ণ মিশনের কোনো শাখা বা কেন্দ্র নেই। আর তাই, ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের জমাইকাতে  রামকৃষ্ণ মিশনের একটি ছোট্ট আশ্রম খুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ক্যালিপসো সুরে মিশে গেছে –


"খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়।"


ক্রিস গেইল গতিকে ভালোবাসেন। মাঠে নেমে ঝড় তুলতেন, বন্যা বয়ে যেত রানের। তাঁর বর্ণময় জীবনযাপনে সবসময় যেন উত্তেজনা চাই!  সেই গেইল আজ ধীর, স্থির, শান্ত, নিজের ভিতরে খুঁজে পেয়েছেন এক আনন্দের জগৎকে তথা আলোর সুবর্ণরেখাকে। 


"এগিয়ে যাও, থেমে থেকো না, পিছনের দিকে তাকিও না"


--- স্বামী বিবেকানন্দের অমৃত এই বাণী যেন নতুন জীবন দিয়েছে ক্রিস গেইলকে।


নতমস্তক শ্রদ্ধা এবং ভালোবাসা ক্রিকেট গ্রেট ক্রিস গেইলকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ