তারা কিন্তু কোমল মতি শিশুদের বসিয়ে রাখেনি!! মাদ্রাসায় থাকলে মাদ্রাসায় ট্রেনিং চলে আর বিদ্যালয়ে হলে বিদ্যালয়ে।
এসএসসি পরীক্ষার পর পরই তারা শিশুদের নিয়ে যায় দাওয়াতে ইসলামের ট্রেনিং দেওয়ার জন্য।
এখানে শুধু পরিবারের লোকেরা উৎসাহ দেয় এমন নয়, এখানে বিদ্যালয়ের স্যারেরাও উৎসাহ দেয়। বেশিরভাগ শিক্ষকরাই ট্রেনিং দিয়ে থাকেন।
এবার আসুন "দাওয়াতে ইসলাম" কি তা জানা যাক,
দাওয়াতে ইসলাম হলো ভিন্ন ধর্মী মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া এবং ব্রেন ওয়াশ করে ইসলাম ধর্মে কনভার্ট করা।
এই কনভার্টের শিকার হয় ছেলেমেয়েরা বেশিরভাগ কলেজ লাইফে।
প্রথমত তারা ফাঁদ পাতে লাভ জিহাদের।
অনেকেই এই "লাভ জিহাদ" শব্দটির সাথে পরিচিত নয়। আসুন "লাভ জিহাদ" কি তা জানা যাক,
মিথ্যা ভালোবাসার ফাঁদ পেতে স্ব ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট করার বিশেষ পদ্ধতির নাম "লাভ জিহাদ"। (আরো ভালো করে জানার জন্য Love Jihad লিখে গুগলে সার্চ করুন।)
এই লাভ জিহাদের ফাঁদে বেশিরভাগ পা দেয় আমাদের সনাতনী কোমলমতি বোনেরা।
প্রথমে শুরু হয় ভালোবাসা/ ভালোলাগা এরপর আস্তে আস্তে কথা বলতে বলতে শুরু হয় ব্রেন ওয়াশের কাজ।
আমাদের ধর্মীয় জ্ঞানের অভাবে আমরাও তাদের কথায় আমাদের ধর্মকে অস্বীকার করতে থাকি, আস্তে আস্তে সরে আসি সকল ধর্মীয় অনুষ্ঠান থেকে। কিন্তু কারো কাছে একটিবারও জানার আগ্রহ রাখি না এটা" এমন কেন!?" এই কথাটা।
তাই আমরা নিজের জন্মদাতা মা-বাবা, ভাই-বোনের বন্ধন ছিন্ন করে ঐ মিথ্যা ভালোবাসার ফাঁদে পা বাড়াতে দুবারও ভাবার সময় থাকে না।
এখনো সময় আছে, যদি এখনো এমন কারো জালে জড়িয়ে থাকেন তবে বেড়িয়ে আসুন। নয়তো আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওটা ভালোবাসা নয়, ওটা লাভ জিহাদ।
ওটা ভালোবাসা হলে বরং আপনার ধর্মের প্রতি বিশ্বাস রেখে তাকেই সনাতন ধর্মে আসতে বলুন।
✍️ #Druva_Ckb
#LoveJihad
#convert #লাভ_জিহাদ
#brainwash
0 মন্তব্যসমূহ