আগের মামলাটিতে ঝুমন দাস জামিনে রয়েছেন
সুনামগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2022, 12:58 PM
Updated : 31 August 2022, 12:58 PM
প্রায় আড়াই বছর আগে ফেইসবুকে দেওয়া এক পোস্ট ঘিরে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের মামলায় কারাবরণকারী সুনামগঞ্জের ঝুমন দাসের বিরুদ্ধে একই আইনে আরেকটি মামলা হয়েছে।
সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরে মঙ্গলবার সকালে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাড়ি থেকে পুলিশ ঝুমন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাতে পুলিশ বাদী হয়ে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুমন মিয়া রাত পৌনে ২টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৮ অগাস্ট বিকেলে ফেইসবুকে একটি ‘উসকানিমূলক’ পোস্ট দেন ঝুমন। এ ঘটনায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আটক দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
২০২০ সালের ১৫ মার্চ হেফাজতে ইসলামের তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ফেইসবুক পোস্টে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন ঝুমন দাস। এর দুই দিন পর নোয়াগাঁও গ্রামে হেফাজতে ইসলামের ব্যাজ মাথায় নিয়ে ‘হেফাজতের অ্যাকশন, মামুনুলের অ্যাকশন, বাবু নগরীর অ্যাকশন’ স্লোগান দিয়ে হামলা চালানো হয়। হাজারো মানুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, লুটপাট ও ভাঙচুর করে।
সে সময় পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ঝুমনকে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্ত হন ঝুমন। তাছাড়া পুলিশ ও এলাকাবাসী বাদী হয়ে হেফাজত অনুসারী দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা করে।
আগের মামলায় ঝুমন দাস জামিনে আছেন জানিয়ে শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঝুমনের গ্রামে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে দিরাই ও শাল্লা থানা পুলিশকে টহলে পাঠানো হয়েছে।
ঝুমনের স্ত্রী সুইটি রানী দাস বলেন,
“আমরা ২০২০ সালের ১৫ মার্চের পর থেকেই হুমকিতে আছি। বাড়ি থেকে বের হতে পারি না। তারা আমাদের গ্রামে হামলা করেছিল। লুটপাট করেছে। মন্দির-মূর্তি ভেঙেছে। এরপর থেকেই আমরা ভয়ে আছি।”
ঝুমনের বিরুদ্ধে বার বার ডিজিটাল আইনে মামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে সুইটি বলেন,
“গ্রামবাসী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে করা মামলাটি আপসের জন্য বার বার হুমকি-ধামকি দিচ্ছে। এখন এই অবস্থার মধ্যে আবারও তথ্যপ্রযুক্তি আইনে আমার স্বামীর বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে।”
https://bangla.bdnews24.com/samagrabangladesh/zc5p3pv5b1
0 মন্তব্যসমূহ