পঞ্চগড়ে মন্দিরে আক্রমণ। দুষ্কৃতিকারী আটক


২৪ সেপ্টেম্বর ২০২২


এখন তার ধর্মীয় পরিচয় প্রকাশ করলে সেটা উস্কানিমূলক পোস্ট হবে তাই বিতর্ক এড়াতে দুষ্কৃতিকারী লিখলাম...!!! যারা মন্দিরে হামলা করে তাদের কোন ধর্ম হয় না, তারা সন্ত্রাসী/ জঙ্গি/ ধর্মান্ধ/মৌলবাদী/দুষ্কৃতিকারী/সমাজ বিরোধী ইত্যাদি আরো অনেক কিছু! কিন্তু আমার কথা হল এই দুষ্কৃতিকারীরও তো একটা পরিবার রয়েছে। তার পরিবার তো একটা ধর্ম বিশ্বাস করে। অতএব সে নিশ্চয়ই সেই ধর্মীয় বিশ্বাস নিয়ে বড় হয়েছে! তাহলে তার নাম এবং ধর্মীয় পরিচয় প্রকাশ করলে সমস্যা কোথায়???


এবার ঘটনা প্রসঙ্গে আসা যাক, পঞ্চগড় জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের শান্তিপাড়া শ্রীশ্রী রাধা মদন গোপাল জিউ মন্দিরে আজ(২৪-০৯-২২) সকাল ৯.০০ ঘটিকায় একজন তথাকথিত দুষ্কৃতিকারী প্রবেশ করে শ্রীরাধা গোবিন্দের বিগ্রহ ও গোপালের বিগ্রহ ভেঙে তছনছ করে! সেখানে গৌড়ীয় মঠের গুরুপরম্পরা ছিল তাও ভেঙ্গে দিয়ে তার ধর্মাচারণ শুরু করে! অন্যের উপাসনালয় গিয়ে ভাঙচুর করে তার মধ্যে নিজের ধর্মাচরণ পালন করার মতো ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে বিরল! কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা আমাদের দেশে দেখতে হচ্ছে....


প্রসঙ্গত, ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে! তারপর থানায় ফোন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং বর্তমানে সে থানায় রয়েছে। এখন হয়তো পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হবে সে মানসিক ভারসাম্যহীন তাই ছেড়ে দেওয়া হোক অথবা থানার মাধ্যমে কোর্টে চালান দেয়া হবে। এরপর কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে আসবে। এই ঘটনার আদৌ কি বিচার হবে তা আমরা জানিনা! আর বিচারের জন্য যে অপেক্ষা করব এবং এই ঘটনা মনে রাখব, সেটা কোনোভাবেই সম্ভব নয়! কারণ এই ঘটনার বিচার হতে হতে সামনে আরো অসংখ্য ঘটনা ঘটবে! আমরা একের পর এক বিচার চাইতে চাইতে এখন কোন ঘটনার যে বিচার চাই সেটা নিজেরাও বুঝিনা!!! 

ধন্যবাদ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ! বর্তমানে আমাদের অবস্থা হযবরল.........


#SaveBangladeshiHinduTamples 

বিনীত নিবেদক-

শ্রীমান গৌতম হালদার প্রান্ত

তাং ২৪-০৯-২০২২ ইং।


https://www.facebook.com/pranto.halder.169/posts/pfbid02XzqZa3YXNde6Ukgfe642wZZQwFxseW55HL8187gPwQEEzVvDekSJLds4PFZr3Yjvl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ