মুসলিম শিশুর হিন্দুবিদ্বেষ প্রসঙ্গে 'ইমতিয়াজ মাহমুদ'

মুসলিম শিশুর হিন্দুবিদ্বেষ প্রসঙ্গে 'ইমতিয়াজ মাহমুদ'
মুসলিম শিশুর হিন্দুবিদ্বেষ প্রসঙ্গে 'ইমতিয়াজ মাহমুদ'


Imtiaz Mahmood

19 August 2022


আপনাদের ঢং দেখে পিত্তি জ্বলে যায়। শিশুটি ফটাস করে বলে ফেলেছে সৌম্য সরকার হিন্দু প্লেয়ার, তাই দেখে আপনারা যে চিড়বিড় করছেন সেটা দেখে হাসিও পায়, মায়াও লাগে। বাচ্চা মানুষ, সে তো ন্যাংটাকে ন্যাংটাই বলবে। আপনাদের মতো করে রাজার অনুপস্থিত ফলত অদৃশ্য পোশাকের জৌলুশ বর্ণনা করে মুখে ফেনা তুলবে না। এই শিশুটি সমাজ থেকে যা শিখেছে, প্রতিদিন চারপাশে যা শিখে, ওর টিচারদের মুখে ওর পিতামাতা চাচা খালু মামা পাড়া প্রতিবেশী সকলের কথা থেকে আচরণ থেকে যা শিখেছে সেই অনুযায়ীই কথা বলেছে। শিশুদের মুখে এইরকম কথা আপনারা আগে শোনেননি? আপনার ঘরে যদি শিশু থাকে বা আশেপাশে তাইলে ওদের সাথে ওদের সকল নিয়ে কথা বলবেন। দেখবেন, ওরা ওদের ক্লাসের হিন্দু ছেলেমেয়েদেরকে ঠিক বন্ধুর দলে ফেলে না, এবং ওদেরকে আলাদা করে চিহ্নিত করে- সে তো হিন্দু। 


শিশুরা আপনাদের মতো ভণ্ডামি করে না। পেটের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িকতা নিয়ে মুখে মুখে গণতন্ত্র ভদ্রতা মানবিকতা কতরকম শব্দ যে ইয়ে করেন! অনেকদিন আগে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন, একটা বিদ্যুৎ কোম্পানির কর্তা, ওকের বিদ্যুৎ কেন্দ্র এখনো স্থাপন হয়নি, ওদের একজন উকিল দরকার। ভদ্রলোক ওদের প্রকল্প নিয়ে নানারকম তথ্য ইত্যাদি দিচ্ছেন, সাথে তাঁর নিজের কর্মকাণ্ড, কখন কার কাছ থেকে কি পরামর্শ নিয়েছেন এইসবও জানাচ্ছেন। আধো মনোযোগে এইসব তথ্য শুনছি, হঠাৎ খট করে কানে আসে, তিনি একজন ব্যারিস্টারের কাছে কি পরামর্শ পেয়েছেন সেটা বলে টলে শেষে বলেন কিনা, 'উনি অবশ্য হিন্দু'। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঐ ব্যারিস্টার সাহেবা যে হিন্দু এইটা আলাদা করে কেন উল্লেখ করলেন? লোকটা কিসব জবাব দেয় সেগুলি আর খেয়াল করি না। এই লোককে যে আমি মক্কেল হিসাবে চাই না সেটা তো তখনই ঠিক হয়ে গেছে। 


আপনারা এইসব ভণ্ডামি করেন। প্রিয়া সাহাকে গালি দিয়ে ফেসবুকে পোষ্ট দিতে তো কেউই বাকি রাখেননি। বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি হিন্দুদের উপর নির্যাতন হয়, পূজার সময় মদির ভাঙা মুসলমানদের নিয়মিত কাজ- আর যখনই হইনুদের উপর একটা হামলা হয় তখনই আপনারা সকলে মিলে শোরগোল করতে থাকেন, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইত্যাদি। ভাবখানা যেন এইবারের সাম্প্রদায়িক হামলাটা বাংলাদেশের ইতিহাসের প্রথম হামলা, নিতান্ত একটা বিচ্ছিন্ন ঘটনা! মানে, কি আর বলবো বলেন! আপনাদের ভণ্ডামি দেখলে ইচ্ছে করে নবারুণ ভট্টাচার্যের গালি ধার করি।       


দেখুন: মুসলিম শিশুর হিন্দুবিদ্বেষের ভিডিও


শঠতার চূড়ান্ত। আপানদের বিরাট বদ পণ্ডিত আবার কাগজে প্রবন্ধ লেখেন মাঝে মাঝে- এবারের প্রবন্ধের শিরোনাম দিয়েছেন 'হিন্দু সম্প্রদায়ের অপর কারা হামলা করে'। ও ভাই, হিন্দু সম্প্রদায়ের ওপর কারা হামলা করে সেটা এতো কঠিন প্রবন্ধ লিখে বুঝাতে হবে? না, উনার মতলব ভিন্ন। উনার প্রকল্প হচ্ছে হিন্দুদের ওপর যারা হামলা করে ওরা মুসলমান না, ওরা লুঠেরা ওরা এই ওরা সেই ইত্যাদি। ওরে ভাই, প্রবন্ধ লিখছেন হিন্দিদের ওপর কারা হামলা সেটা নিয়ে, তো হামলাকারীদের সাধারণ পরিচয় কি? মুসলমান। হিন্দুদের উপর মুসলমানরা হামলা করে। প্রতিটা হামলাকারীর আলাদা পরিচয় আছে নিশ্চয়ই- কেউ ছাত্র, কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী কেউ এটা কেউ সেটা। কিন্তু সে তো ছাত্র বলে হিন্দুদের উপর হামলা করে না, তাঁর ছাত্র পরিচয় বা শিক্ষক পরিচয় তো এখানে প্রাসঙ্গিক নয়। 


আক্রান্তের প্রাসঙ্গিক পরিচয় যখন 'হিন্দু' সেখানে আক্রমণকারীর আবশ্যিক পরিচয় মুসলমান। এবং এইসব হামলা অবশ্যই অবশ্যই সাম্প্রদায়িক হামলা। এখানে তো আওয়ামী লীগের লোকজন বিএনপির বাড়ীতে হামলা করেনি- মুসলমানরা হামলা করেছে হিন্দুদের ঘরবাড়ীতে। আক্রান্ত ও আক্রমণকারী দুই সাম্প্রদায়িক কারণেই আক্রান্ত হয়েছে ও আক্রমন করেছে। এটা সাম্প্রদায়িক হামলা নয় তো কি আবাহনী মোহামেডান মারামারি? মানুষকে গাধা মনে করেন? সেটা তো নয়। এইগুলি হচ্ছে আপনাদের আত্মপ্রবঞ্চনা, ভণ্ডামি, তঞ্চকতা। এইগুলিই আপনারা শিশুদের মধ্যে সংক্রমিত করে আসছেন যুগ যুগ ধরে। শিশুরা সাম্প্রদায়িকতাকে স্বাভাবিক জেনেই বড় হচ্ছে। এইজন্যেই শিশুটি এইভাবে বলেছে। 


শোনেন, সাম্প্রদায়িকতা বাংলাদেশে বিদ্যমান একটি ভয়ংকর সমস্যা। আপনারা যারা এইটা অস্বীকার করেন তারা হয় বেওকুফ অথবা তারা সাম্প্রদায়িকতা বজায় রাখতে চান। এইটা কি খুব জটিল বিষয়?


https://www.facebook.com/imtiaz.mahmood/posts/pfbid037PL6GS2KCs4S7QJqdnnx4BVJmdHr5n8xurA2zurLMSDkpgLbQZzpnUMo8aU7gP8Wl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ