মুসলিম শিশুর হিন্দুবিদ্বেষ
Khaledur Rahman
১৮ আগস্ট ২০২২
·
"সৌম্য সরকার তো হিন্দু প্লেয়ার, ওর লগে দেখা করতে চাইনা"
না, ছেলেটার উপরে আমার কোনো অভিযোগ নেই। ছেলেটা কেবল পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করা একটা শিশু, তার ভালোমন্দ বুঝার ক্ষমতা প্রাপ্তবয়স্কদের থেকে অনেক কম।একটা শিশুর মানসিকতা কিভাবে গড়ে উঠবে সেটা সম্পূর্ণ নির্ভর করে শিশুটির পরিবার কেমন, শিশুটি কোন সমাজে বড়ো হচ্ছে, শিশুটি কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা পাচ্ছে। শিশুটি যে কথাটি বলেছে এটা সে তার পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পেয়েছে।
এদেশের বেশিরভাগ সমাজেই এরকম ঘৃণার চর্চা হয়ে থাকে যে হিন্দুরা খারাপ, হিন্দুরা আমাদের শত্রু। ছোটোবেলায়
"হিন্দু হিন্দু তুলসীপাতা, হিন্দুরা খায় গরুর মাথা"
এই কথাটা হিন্দু সহপাঠী, বন্ধুদের সাথে ঝগড়া লাগলে বলেছি অন্য সবাইকেই বলতে শুনেছি। একথাগুলো শিশু বয়সে আমরা আবিষ্কার করিনি, এই কথাগুলো আমাদের শিখিয়ে দেওয়া হয়েছিলো।
ছোটোবেলায় যে ঘৃণার বিষ আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো সেটা এখনও আমাদের ভিতরেই আছে। আর সুযোগ পেলেই তাদের ঘরবাড়ি পুড়িয়ে, মন্দিরে হামলা করে, জমি দখল করে এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাই।
যতদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না ঘটবে ততোদিন আমাদের ভিতরে ঘৃণার এই চর্চা অব্যহত থাকবে। যতোদিন শুধুমাত্র ধর্ম দিয়ে মানুষকে বিচার করা বন্ধ না করতে পাবো ততোদিন আমাদের মুক্তি নেই।
(বাচ্চাটা এবং বাচ্চাটার পরিবারকে ছোটো করার উদ্দেশ্যে পোস্টটা দেওয়া হয়নি। সমাজে যে ঘৃণার চাষ হচ্ছে এবং সেটা একটা শিশুকে কিভাবে ইফেক্ট করছে সেটা বোঝাতে পোস্টটা করা। আর বাচ্চাটার বাবার রিয়েকশন দেখে বুঝা যাচ্ছে তিনি তার সন্তানের কথায় যথেষ্ট বিব্রতবোধ করেছেন।
দয়া করে বাচ্চাটার সম্পর্কে এবং বাচ্চাটার পরিবার সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন।)
ভিডিও লিংক: https://www.facebook.com/100047608800808/videos/7875056742567511
মূল লিংক:
https://www.facebook.com/Khaledur.Rahman.PsyCho/posts/pfbid031VB7P2wGfPty9w6jYEdHxRwUpKYqCXrGU849b49DfCvw5TtZMSuywden3PhPVLaal
0 মন্তব্যসমূহ