২৫ জুলা্ই, ২০২২
সারাদেশে হিন্দু নির্যাতন মহামারী আকার ধারন করেছে।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা ১ নং ওয়ার্ডে গতকাল বিকেলে জাহাঙ্গীরের সন্ত্রাসী বাহিনী রাতুল কে দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়ি সহ আরও অনেকের বাড়িতে হামলা।
১। জীবন মাঝির বাড়িতে ভাঙচুর মারার হুমকি দিয়ে আসে যদি এলাকা ছেড়ে না যায় তাহলে বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে এবং ওর বাবার দোকানে গিয়ে ওর বাবার গলায় ছুরি দিয়ে মার হুমকি দেয়।
২। নিহার বালা বাসায় গিয়ে হুমকি-ধামকি দিয়ে আসে এবং বাবা মাকে গালিগালাজ ও বাসায় ভাঙচুর করে।
৩। অমিত দাসের বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসায় ভাঙচুর করতে গেলে একপর্যায়ে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী বের হয়ে আসলে সন্ত্রাসী রাতুল বাহিনী পালিয়ে যায়।
৪। রাজিব জমদ্দার এর বাসায় গিয়ে রাজিব কে মারধর করে এক পর্যায়ে বাড়ি ছাড়ার হুমকি দেয়।
৫। টিংকু ভাই এর তেলের দোকান গালিগালাজ করে বন্ধ করে দেয়।
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02PcbfLTEZi9USSVNFeKLUY7Eew3tWAcF8jye86gfMtzF7Bk8FDisMGE1YGJZRRNphl&id=100078053140101
0 মন্তব্যসমূহ