ভারত থেকে কী হিন্দুদের আমদানি করে বিসিএসে ঢুকানো হয়েছে?
বাংলা ৭১ ডেস্ক, শনিবার ২৮ মে, ২০২২
"সরকারি চাকরিতে এতো হিন্দু আসে কিভাবে? বিসিএসে ভারত থেকে হিন্দুদের আমদানি করে ঢুকানো হয়েছে"
বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফুন নাহার মিনু। যদিও মিনু তার বক্তব্যের স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটারস রাইটস নামক সংগঠনের আয়োজনে 'গণতন্ত্র ও আইনের শাসন পরিপ্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
----
আলোচনা সভা শেষে বাংলানিউজের প্রতিবেদক লুৎফর রহমান মিনোকে তার বক্তব্যের স্বপক্ষে কোন প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি কোন জবাব দেননি। এসময় তিনি বলেন,
'এ মুহূর্তে আমার নাম মনে নেই, তবে ২০ থেকে ২৫ জনকে চিনি আমি।'
জাতীয় পর্যায়ের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এমন হিন্দুবিদ্বেষী মন্তব্য করেছেন, তার খবর কোন পত্রিকা প্রকাশ করেনি। অনলাইনেও খবরটিকে খুঁজে পাওয়া যায়না। সবাই মিলে এই ঘটনাটিকে আড়াল করে রেখেছে। তাই পত্রিকার কাটিং প্রকাশ করা হল। ছবিটিতে ক্লিক করে বড় করে নিয়ে সম্পূর্ণ খবরটি পড়া যাবে। ।
0 মন্তব্যসমূহ