গরুখেকো জিহাদি মুসলিমদের বক্তব্যের প্রেক্ষিতে লেখিকা তসলিমা নাসরিনের মতামত (ভিডিও)


বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন। প্রকাশ করা ভিডিওতে দেখা যায় জনৈক মুসলিম বক্তা বাংলাদেশের বিভিন্ন রেস্তোরা মালিককে হুমকি দিচ্ছে এই বলে যে এই দেশে থাকতে হলে রেস্তোরায় গরুর মাংস রাখতে হবে। এই প্রসঙ্গে প্রখ্যাত সাহিত্যিক তসলিম নাসরিন তার ফেসবুককে নিচের মন্তব্যটি প্রকাশ করেন।


এ দেশে থাকতে গেলে, ব্যবসা বানিজ্য করতে গেলে গরুর মাংস রাখতে হবে রেস্তোরাঁগুলোয়। এই হলো গরুখেকো জিহাদিদের হুমকি। যদি গরুর মাংস রেস্তোরাঁর মালিকেরা রেস্তোরাঁয় না রাখে, তাহলে তাদের রেস্তোরাঁর ব্যবসা বন্ধ করে দিতে হবে, এবং দেশ থেকে চলে যেতে হবে। ইউনুস সাহেব এবং তাঁর উপদেষ্টামন্ডলী কী বলেন? এই হুমকি ঠিক আছে তো?

আমি বুঝি না মুসলমানিত্বের সঙ্গে গরুর মাংসের কী সম্পর্ক। ইসলামের জন্মভূমিতে তো গরু নেই। তাহলে গরু হঠাৎ ইসলাম রক্ষা করার পবিত্র প্রাণী হয়ে উঠলো কবে? গরু তো হিন্দুদের পবিত্র প্রাণী। হিন্দুরা গরুর মাংস খায় না বলে তোমার সেই মাংস খেয়ে তুমি যে হিন্দু নও সেটা প্রমাণ করতে হবে? কিন্তু তোমার রক্তে তো হিন্দুর রক্ত, সেটা কীভাবে নির্মূল করবে?


লিংক: ফেসবুক

Post a Comment

0 Comments