পিরোজপুরের নাজিরপুরে কালী মন্দির ভেঙ্গে বাথরুম তৈরি

 

পিরোজপুরের নাজিরপুরে কালী মন্দির ভেঙ্গে বাথরুম তৈরি

ঠিকানা:- জেলাঃ পিরোজপুর , উপজেলাঃ নাজিরপুর, ইউনিয়নঃ ৪নং দীর্ঘা ইউনিয়ন, ওয়ার্ডঃ ৩ নং, গ্রামঃ দীর্ঘ কুমার খালী।


ওখানকার কালী মন্দিরের জায়গায় ৩৯ নং দীর্ঘা কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কালের পরিবর্তনে এবং ওখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী আশুতোষ বেপারী পরোলোক গমন করায় সুযোগ পেয়ে এখন জাগ্রত কালী মন্দির ভেঙ্গে স্কুলের বাথরুম তৈরি করা হচ্ছে। মন্দির ভাঙ্গায় গ্রামে হিন্দুদের মাঝে চাপা ক্ষোভ বিস্তার করছে। জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার অনুরোধ করছে স্থানীয় সনাতনীরা।


সূত্র: সংগৃহীত ফেসবুক

Post a Comment

0 Comments