চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নওমুসলিমদের যাকাতের অর্থ সহায়তা দিয়ে সাহায্য করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের কোন কোন ইউএনওরা যে ইসলামী সাম্প্রদায়িকতা তথা আরবীয় সাম্রাজ্যবাদের ধারক বাহক ও পালক তার প্রমাণ এই সরকারী অফিসার।
নবমুসলিম (অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম)দের সরকারিভাবে পুনর্বাসন করার ঘোষনা দিয়েছে রাষ্ট্রযন্ত্র।
সরকারিভাবে নওমুসলিমদের এভাবে ভিক্ষার ব্যবস্থা করে দিয়ে ধর্মান্তর করাকে সরকার সমর্থন জানাচ্ছে।
যেই সরকারকে আমরা সংখ্যালঘু বান্ধব সরকার বলে আসতেছি তারাই ক্ষমতায় থেকে সংখ্যালঘু নিধনের এই লুকোচুরি খেলায় মেতেছে।
এগুলো দেখার কি কেউ নেই।🥲🥲
2 মন্তব্যসমূহ
চিঠিটি সংশোধন করে নব্যমুসলিম কথাটি বাদ দেয়া হয়েছে। তবে তাদের হিংসুটে মানসিকতার কথা আমাদের মনে রাখতে হবে।
উত্তরমুছুনএই সিদ্ধান্তটি পরবর্তীতে পাল্টানো হয়েছে। চিঠি সংশোধন করে 'নবমুসলিম' শব্দটি বাদ দেয়া হয়েছে। তবে এর মাধ্যমে মুসলিম সরকারি কর্মকর্তাদের হিন্দুবিদ্বেষী মানসিকতার চিত্র প্রকাশ হয়ে পড়েছে। এদের হিন্দুবিদ্বেষী চিন্তার কথা মনে রাখতে হবে।
উত্তরমুছুন