কাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

কাজীপুরের সোনামুখী বাজারে শিখা স্মৃতি সর্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা
কাজীপুরের সোনামুখী বাজারে শিখা স্মৃতি সর্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

 

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৮: ৩১


সিরাজগঞ্জের কাজীপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সোনামুখী বাজারে শিখা স্মৃতি সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।


সরেজমিন দেখা গেছে, মন্দিরের ভেতরে একটি প্রতিমা ভেঙে সামনের দিকে উল্টে ফেলে রাখা হয়েছে। মন্দিরের দরজা থেকে একটি বাঁশ প্রতিমার সঙ্গে লাগানো। মন্দিরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়া দেওয়া ও দরজায় তালা দেওয়া।


মন্দিরের তত্ত্বাবধায়ক উত্তম কর্মকার বলেন, 


‘সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে দেখি প্রতিমা ভাঙা। দরজায় তালা ঠিকই আছে। কে বা কারা বাঁশ ঢুকিয়ে দিয়ে প্রতিমা ভেঙে ফেলে রেখেছে।’


কাজীপুর উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার বলেন, 


‘আমি জানার পর মন্দিরে এসেছি। উগ্রবাদীরা রাতের আঁধারে মন্দিরের ভেতরের প্রতিমা ভেঙে ফেলে রেখেছে। আমি চাই সঠিক তদন্তপূর্বক দোষীদের শাস্তি হোক।’


কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতনদের পরামর্শে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সূত্র: আজকের পত্রিকা

Post a Comment

0 Comments