একটা লাভ জিহাদের ঘটনা

একটা লাভ জিহাদের ঘটনা
 

সতর্কবার্তা ⛔

নমস্কার সকল সনাতনী ভাই বোনদের 🧡

আজ একটা লাভ জিহাদের ঘটনা বলি আপনাদের।  

আজকাল ধর্মান্তরিত হওয়ার ব্যাপারটা জলভাতের মতো হয়ে গেছে এবং মাকড়শার জালের মতো আপনার আমার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে।


সময়ের আগে যদি সঠিক পথে আনতে পারেন তাহলে ভালো আর নয়তো আরেকটা প্রাণ চলে গেলো। 


ঘটনাটা আমার খুব কাছের একজন মেয়ের সাথে হয়, বয়স (১৬-১৭) এমন হবে।  


মেয়েটি চাকরিজীবী এবং ঘটনাটাও চাকরির মধ্যে ঘটে। মেয়েটি যে FACTORY তে কাজ করে সেখানে তার একটা মুসলিম বস আছে যে কিনা তাকে পছন্দ করতো, কিন্তু সে প্রথমে তাকে গুরুত্ব দিতো না এবং প্রেমের প্রস্তাব ও ফিরিয়ে দেয়। বলেছিল আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা তারপর থেকে আস্তে আস্তে মুসলিম ছেলেটা তার মনে জায়গায় করে নেওয়ার প্রচেষ্টা করে যেমন, টিফিন টাইমে তার পকেটের টাকা খরচ করে টিফিন করানো, কাজ করার সময় তার কাজ কমিয়ে দেওয়া,  এমনকি আমাদের চট্টগ্রামের অনেক জনপ্রিয় একটা মন্দিরে ঘুরতে যাওয়া; যেটার নাম গোপন রাখছি। তার মাথায় সিঁদুর দেওয়া, তারপর প্রসাদ খাওয়া, তাকে বিভিন্ন জিনিস উপহার দেওয়া এসব কিছু। আগেই বলে রাখি মুসলিম ছেলেটা বিবাহিত। তার একটা বউ আছে। তারপর ও হিন্দু মেয়েটা তার সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে পড়ে।


এভাবে করে করে অনেক দূর এগিয়ে যায়, সম্পর্ক থাকাকালীন সে মেয়েটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতো, যেমন মেয়েটা কি করবে না করবে কোথায় যাবে না যাবে সব কিছু মুসলিম ছেলেটার কথামতো করতো। এককথায় মুসলিম ছেলেটার কথায় উঠতো আর বসতো। মাত্র ১ মাসের ভেতর মুসলিম ছেলেটা মেয়েটাকে কাবু করে ফেলে এবং একসময় মেয়েটাকে সম্পূর্ণ রাজি করে ফেলে বিয়ে করতে, মেয়েটি রাজি হয়ে যায় মুসলিম ছেলেটির সাথে পালিয়ে বিয়ে করতে। এবং মুসলিম ছেলেটা বলে যে বিয়ের পর মেয়েটি নিজের ধর্ম পালন করতে পারবে, তাকে নিয়ে আলাদা বাসায় থাকবে সেখানে আলাদা রুমে পূজা করার সব কিছু থাকবে, মাথায় সিঁদুর পড়তে পারবে।


বোকা মেয়েটি ও এসব কথা বিশ্বাস করে এবং সে মনে মনে প্রস্তুত পালিয়ে যাওয়ার জন্য, কালক্রমে হঠাৎ তার সাথে একদিন দেখা হয় আমার,  সে খুব খুশি মনে আমাকে বলে যে মুসলিম ছেলেটা তাকে সিঁদুর পড়িয়ে দিয়েছে, মন্দিরে ঘুরতে গিয়েছে আরো অনেক কথা। 


সবকিছু শুনে তো আমি খুবই অবাক এবং হতাশ হয়ে যাই, সাথে সাথে আমি তাকে বোঝাতে থাকি লাভ জিহাদের সব ঘটনা, এবং তাকে দেখাই কিভাবে ভারতে মুসলিম প্রেমিক হিন্দু প্রেমিকাকে মেরে কেটে ফ্রিজে রেখে দেয় টুকরো টুকরো করে, এবং ধর্মের ব্যাপারে অনেক কথা বোঝাতে থাকি এবং বলি এসব মুসলিম ছেলেদের চক্রান্ত হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে ধর্মান্তরীত করা।


পুরো একদিন লাগে আমার তাকে বোঝাতে😑😑 এবং সর্বশেষে ভগবানের কৃপায় তাকে বোঝাতে সফল হই এবং ভুল পথ থেকে তাকে ফিরিয়ে আনি, তারপর সে মুসলিম ছেলেটার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। এবং বর্তমানে তাদের মধ্যে আর কিছু নেই। অতঃপর একটি ফুলের মতো জীবন অকালে ঝড়ে পরা থেকে বেঁচে যায় 💜💜


আপনাদের সবাইকে বলবো আপনার সন্তান ভাই বোন বন্ধু বান্ধবীর উপর নজর রাখুন তারা কোন পথে হাটছে কি করছে না করছে,  দেখা গেলো এমন আপনার আপনজন হঠাৎ এই কাজ করে ফেলল। তাই চোখ কান খোলা রাখুন সবার উপর নজর রাখুন, আপনার সন্তান ভাই বোনদের ধর্মীয় শিক্ষা দিন ছোট থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ