রাঙ্গামাটিতে নিহত অনিক চাকমার হত্যাদৃশ্য [ ভিডিও ]

গত ২০ সেপ্টেম্বর তারিখে রাঙ্গামাটিতে উগ্র হিংস্র বাঙালি মুসলিমরা কলেজ ছাত্র অনিক চাকমাকে হত্যা করে। বিদ্যমান সহিংসতা সম্পর্কে অনিক চাকমা উদাসীন ছিল। সে বাঙালী মুসলিমদের মিছিল দেখে রাস্তার পাশের একটি খোলা দোকানে লুকিয়েছিল। সেখান থেকে তাকে টেনে বের করে নৃশংসভাবে মাথায় ঘাড়ে উপুর্যুপুরি আঘাত করে মেরে ফেলা হয়। 


উল্লেখ্য যে যারা অনিকের গায়ে আঘাত করেছে তারা কেউ প্রশিক্ষিত খুনী নয়। কিন্তু বাঙালি মুসলিম এতটাই পরধর্ম ও পরজাতি বিদ্বেষে ভরা যে একটা নিরীহ চাকমা ছেলেকে বাগে পেয়ে শক্তি প্রদর্শনে দ্বিধা করেনি। অনিক তো খুনী নয়, সে মিছিলও করেনি, সে বিরোধীপক্ষের গোয়েন্দাও নয়। সে তো বরং বাঙালি মুসলিমদের মিছিল দেখে ভয়ে লুকিয়েছিল। ভয়ে কম্পমান একটি অল্পবয়সী ছেলেকে চুল টেনে বের করে এনে কয়েকজন মিলে মাথায় ঘাড়ে আঘাত করে মেরে ফেলার মত হিংস্র কাজ এই বাংলাদেশে বাঙালি মুসলিম ছাড়া আর কার আছে? অন্যরা কি এদের দেখে হিংস্রতা শিখছে না? তারা কি এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে না? তখন কি এই বাঙালি মুসলিমদের মডারেটর গোষ্ঠী অবাঙালি নামুসলিমদেরকে হিংস্রতার জন্য দায়ী করবে না?


সতর্কবার্তা: ভিডিওটি হৃদয়বিদারক। বাঙালি মুসলিমদের উগ্র হিংস্রতার পরিচায়ক। সহৃদয়, মানবিক নামুসলিমদের মনটাকে একটু শক্ত করে নিতে হবে। না পারলে ভিডিওটি না দেখাই শ্রেয়। হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, মাথায় ভিডিওটির দৃশ্য স্থায়ীভাবে দাগ কাটতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ