ইসকনের বিরুদ্ধে হেফাজতের হিংস্র হুমকি

 

চট্টগ্রামের হাজারি গলিতে সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ৮ই নভেম্বর ২০২৪ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম মহানগরের হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেই মিছিল থেকে ইসকনের বিরুদ্ধে যে শ্লোগান দেয়া হয়, তা সরাসরি জীবনের উপর হুমকি ও উস্কানিমূলক। ভাষা চয়ন ও শারীরিক ভাষায় তারা যে উগ্রতা প্রকাশ করেছে তাতে প্রমাণ হয়েছে যে কারা আসলে সন্ত্রাসবাদী, কোন ধর্ম জঙ্গী আচরণকে প্রশ্রয় দেয়। বিশ্ববাসীর জানার ও দেখার সুবিধার্থে হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্লোগানের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হল।



এই মিছিলে ইসলামপন্থীরা যেসব শ্লোগান দিয়েছে তার মধ্যে কয়েকটি নিম্নরূপ:-


  • ১। পাকিস্তান জিন্দাবাদ
  • ২। ইস্কনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও
  • ৩। ইস্কনের মন্দিরে আগুন জ্বালাও একসাথে
  • ৪। ইসকনের দালালেরা, হুশিয়ার সাবধান
  • ৫। একটা একটা ইস্কন ধর, ধইরা ধইরা জবাই কর।
  • ৬। ভারতের দালালেরা হুশিয়ার সাবধান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ