চট্টগ্রামের হাজারি গলিতে সম্প্রতি সংঘটিত ঘটনায় সেনাবাহিনীর বিতর্কিত ভূমিকার খবর পাওয়া গেছে। সাধারণ গৃহী মানুষদের উপর নির্যাতন, দোকানের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ইত্যাদি ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেইসব ভিডিও থেকে বাছাই করা দুটি ভিডিও আর্কাইভ হিসেবে রেখে দেয়া হল।
আমরা জানি অপরাধীরা সিসিটিভি ভেঙে ফেলে আর পুলিশ প্রশাসন সিসিটিভির ভিডিও দেখে অপরাধী ধরে। অথবা বাংলাদেশে ঘটল বিপরীত ঘটনা। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঘটল। আবার ঘটল হিন্দু প্রতিবাদীদের বিপক্ষে।
বাংলাদেশ সরকার এর প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী নির্যাতিত নিপীড়িত হিন্দুদের বিরুদ্ধে যে কাজ করল, তা ইতিহাসে চিরকাল নিন্দিত হয়ে থেকে যাবে।
কয়েকদিন আগে ফরিদপুরে কলেজ ছাত্র হৃদয় পালের বিরুদ্ধে ইসলাম ধর্মকে গালির অভিযোগে সেনাবাহিনী হৃদয় পালকে পেটাতে পেটাতে গ্রেফতার করে নিয়ে গেছে। তার বিরুদ্ধে দিয়েছে ধর্ম অবমাননার অভিযোগে মামলা। কিন্তু হিন্দুবিদ্বেষী মতামতের ক্ষেত্রে প্রতিবাদকারীদেরকে বরং সেনাবাহিনী এবং নতুন বাংলাদেশের পুলিশ আক্রমণ করেছে। আর মতামতকারী মুসলিমকে নিরাপদে নিয়ে গেছে। তার গায়ে একটি ফুলের টোকা দেয়নি, করেনি ধর্ম অবমাননার কোন মামলা।
সাধারণ হিন্দুদের উপর সেনাবাহিনীর আক্রমণ
0 মন্তব্যসমূহ