ফরিদপুরে কলেজ ছাত্র হৃদয় পালের বিরুদ্ধে ইসলাম ধর্মকে গালির অভিযোগ (ভিডিও)


 

সেনাসদস্যদের কাঁধে চড়ে লাঠির বারি খেতে খেতে চলেছে গোলাপি রঙের কাপড়ে চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা সাদা শার্ট পরিহিত কিশোর হৃদয় পাল। ফরিদপুর জেলা, বোয়ালমারী থানা, সাতৈর ইউনিয়ন, কাদিরদী কলেজের শিক্ষার্থী হৃদয় পাল।


ইসলাম ধর্মকে গালি দেওয়ার মিথ্যা অভিযোগে হৃদয় পাল'কে এভাবে আদর করে তুলে নিয়ে যায় দেশপ্রেমিক (?) সেনাবাহিনী।


হৃদয় পাল কি আসলেই ইসলাম ধর্মকে গালি দিয়েছে?


এর আগেও হৃদয় পালের আইডি হ্যাক হয়েছিলো। ওর হ্যাকড আইডি থেকে ইসলাম ধর্মের বিরুদ্ধে কটুক্তি পোস্ট করা হয় এবং এই উছিলায় ওর এলাকার তৌহিদি জনতা ওদের বাড়িতে হামলা করতে যায়, কিন্তু পুলিশের হস্তক্ষেপে হামলা করতে পারে নাই।


পুলিশ এসেছিলো হৃদয়ের পরিবারকে তৌহিদি জনতার আক্রমণ থেকে রক্ষা করতে কারণ হৃদয় পালের পক্ষে ইসলাম ধর্মের নামে কটুক্তি করার কোনো সুযোগই ছিলো না।


কারণ পূর্বের মিথ্যে অভিযোগের কারণে তখনও হৃদয় পালের ফোন পুলিশের কাছেই জিম্মা ছিলো। ওকে ৭দিন থানায় পুলিশি হেফাজতে রাখার পরও একই আইডি থেকে বার বার কটুক্তি পোস্ট হতো।


শেষে পুলিশ ওর আইডি ডিলিট করে ওকে ছেড়ে দিয়েছিলো।


এবং বোয়লামারীর এমপি আব্দুর রহমান সব মিটমাট করে দিয়েছিলেন।


এখন আবার এইরকম করে ছেলেটিকে ফাঁসানো হয়েছে।


সূত্র: রিতা রায় মিতু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ