আমি বলতে পারি বাংলাদেশের মত এত প্রটেকশন সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোন দেশে পান কী না আমার সন্দেহ আছে। যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রটেকশন দেয়। এটা একটা উদাহরণ।
সংখ্যালঘুদের মন্দির বা উপাসনালয় কাদের কাছ থেকে প্রটেকশন দিতে হচ্ছে, তা অবশ্য তিনি বলেন নি। খোলাসা করে বলেন নি যে, যেরকম সমাজে সংখ্যালঘুদের উপাসনালয় রক্ষার জন্য পাহারা দিতে হয়, সেটা কীরকমের সমাজ। সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার অভাব কতটা নাজুক হলে আর্মি পুলিশ থাকা সত্ত্বেও মাদ্রাসা ছাত্রদের পাহারা দিতে হয়? বাংলাদেশের সমাজে এভাবে সম্প্রীতি রক্ষা করতে হয়। হিন্দু সহ বাংলাদেশের বৌদ্ধ, খৃস্টান, আদিবাসীদের নিরাপত্তার অবস্থা এতটাই ভয়াবহ যে, আইনশৃঙ্খলা বাহিনি দেশের সংখ্যালঘুদের রক্ষা করতে পারছেনা। মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে এগিয়ে আসতে হয়। বাংলাদেশের সমাজে হিন্দুবিদ্বেষ কতটা বেড়ে গেছে, তা মেজর জেনারেল আব্দুল কাইয়ুমের বক্তব্যে ফুটে ওঠে। তাঁকে বাংলাদেশের সমাজের হিন্দুবিদ্বেষের পরিমাণ অকপটে প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই।
নিচের ভিডিওতে তার বক্তব্যের একাংশ জানতে পারবেন। 👇
0 মন্তব্যসমূহ