হিন্দু ধর্ম টিকে থাকে কেমন করে - শুভাশিস সরকার

দুর্গা পূজার মধ্যে মন্দিরে গিয়ে এক বাংলাদেশী বৃদ্ধা মহিলার সাথে পরিচয়, যিনি ১৯৭১ এ সপরিবারে দেশ ছেড়ে ভারতে আসেন এবং বর্তমানে কানাডা নিবাসী। তো এই মানুষটির থেকে আমি এমন একটা অভিজ্ঞতা শুনি যা আবার মন একই সাথে দুঃখ এবং আনন্দে ভরিয়ে দেয়। উনি জানান, 


১৯৭১ এ শাড়ী-ছায়ার (অনেকে পেটিকোট বলেন ) মধ্যে আমরা বাড়ির মহিলারা পকেট বানাই সোনা-দানা-টাকা নেবার জন্যে। কিন্তু এক পর্যায়ে দেখি বাড়ির পিতলের ওই গোপালের বিগ্রহ নিলে চার-পাঁচ ভরি সোনা ফেলে আসতে হয়, আবার সোনা নিলে বাড়ির পূজিত বিগ্রহ কে ফেলে আসতে হয়। কিন্তু আমার মা জানান, প্রয়োজনে ভারতে গিয়ে না খেয়ে থাকবো বা মানুষের বাড়ি কাজ করবো, কিন্তু গোপাল আমার সাথেই থাকবে। আর রাস্তায় যদি হানাদার বাহিনীর হাতে প্রাণ যায় তাতেও দুঃখ নেই, গোপালর সামনে মৃত্যু ও পুণ্যের। গোপাল পাড়ি দেয় কোলকাতা। এখন আমার মেজো ভাইয়ের কাছে আমেরিকাতে আছে আমাদের বাড়ির গোপাল।


অনেকেই আপনাকে বলবে, শক-হুন-মুঘল-পাঠানরা যদি এত খারাপ হতো তাহলে ভারতবর্ষে হিন্দু ধর্ম টিকে থাকে কেমন করে? 


হ্যাঁ, এমন মানুষের জন্যে। যারা সোনা ফেলে গোপাল কে আঁকড়ে ধরেছে। এমন মানুষরাই যুগে যুগে আমাদের সভ্যতা-সংস্কৃতি-ধর্ম কে বাঁচিয়ে রেখেছে।।


@ শুভাশিস সরকার

Post a Comment

0 Comments