লালমনিরহাটে মন্দিরে আগুন

লালমনিরহাটে মন্দিরে আগুন
ফাইল ছবি: বাগেরহাটে প্রতিমা ভাংচুর

  লালমনিরহাট প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


Published: 07 Mar 2013 12:33 PM BdST Updated: 07 Mar 2013 12:34 PM BdST


লালমনিরহাটের হাতীবান্ধায় কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব বেজগ্রামের বাসিন্দা উপেন্দ্র নাথের বাড়ির পাশে থাকা পারিবারিক কালী মন্দিরে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, আগুন দেখে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে। এতে মন্দিরটির কিছু অংশ পুড়ে যায়। তবে মন্দিরের ভেতর কোনো প্রতিমা ছিল না।


বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মন্দির করেন হাতীবান্ধা উপজেলা নিবার্হী অফিসার মো. সারওয়ার হোসেন, ওসি তাপস সরকার ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কেশব চন্দ্র সিংহ।


এ সময় সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরের আগুন দেয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।


হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার জানান, এ ঘটনায় উপেন্দ্র নাথের ভাই বীরেন্দ্র নাথ কারো নাম উল্লেখ না করে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন।


সূত্র: বিডিনিউজ২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ