এবার বাংলাদেশের গোপালগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর

এবার বাংলাদেশের গোপালগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর

 সমরেশ সরকার, September 28, 2023


কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুজোর মরসুম এগিয়ে আসছে আর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর হামলার ঘটনা সামনে আসতে শুরু করেছে। ফরিদপুর, হবিগঞ্জ, টাঙ্গাইলের পর এবার গোপালগঞ্জ। গোপালগঞ্জের গোপীনাথপুরের চরপাড়া গ্রামে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 


জানা গেছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে চরপাড়া গ্রামে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। প্রতিমা নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে মন্দিরের ভিতরে প্রতিমা ভাঙা দেখতে পান স্থানীয়রা।


স্থানীয় সূত্রে খবর, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনুমান করা হচ্ছে, বুধবার রাতে কে বা কারা এই হামলা করেছে।


উল্লেখ্য, দিনকয়েক আগে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বূলখানা বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।


সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হবিগঞ্জের মাধবপুরের রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পুজোতেও মণ্ডপে হামলা চালায় একদল মৌলবাদীরা। সর্বশেষ গত শুক্রবার টাঙ্গাইল উপজেলার আটিয়া ইউনিয়নের হিংগানগর কামান্না সরকারপাড়া মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবার গোপালগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলো। 


সূত্র: কলকাতা ট্রিবিউন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ