admin September 29, 2023 Latest Update: September 29, 2023 7:32 pm
বাংলাদেশের নড়াইলে দুর্গাপ্রতিমা ভাঙচুর, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
দ্যা বেঙ্গল ট্রিবিউন: দুর্গাপূজার আমেজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু পূজার প্রস্তুতি শুরু হতেই বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে একের পর এক দুর্গা প্রতিমা ভাঙচুরের খবর। এবার বাংলাদেশের নড়াইল জেলায় নির্মীয়মান দুর্গাপ্রতিমা ভেঙে দিয়েছে অজ্ঞাতনামা ইসলামিক মৌলবাদীর দল। ভাঙচুরের ঘটনার পর স্থানীয় এলাকার হিন্দুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গিয়েছে যে, বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের পুরুলিয়া ঠাকুরবাড়িতে প্রতি বছরের ন্যায় দুর্গাপ্রতিমা নির্মাণ করা হচ্ছিলো। অভিযোগ, আজ ভোরে অজ্ঞাতনামা ইসলামিক মৌলবাদীরা হামলা চালিয়ে নির্মীয়মান দুর্গাপ্রতিমা ভাঙচুর করে। এসময় হামলাকারীরা নির্মীয়মান দুর্গাপ্রতিমা ভাঙচুর করে সম্পূর্ণভাবে তা নষ্ট করে দেয়।
এছাড়াও ঘটনার পর স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টার অভিযোগ উঠেছে। ২০২৩ সালে নড়াইল জেলা ছাড়াও ইতিপূর্বে ফরিদপুর, টাঙ্গাইল ও গোপালগঞ্জ জেলাতে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে স্থানীয় ইসলামিক মৌলবাদীরা।
নড়াইল জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে এই জেলার এক হিন্দু কলেজ ছাত্র ভারতের নূপুর শর্মাকে সমর্থন করায় ওই ছাত্র এবং তার কলেজের এক হিন্দু শিক্ষককে পুলিশের উপস্থিতিতেই গলায় জুতার মালা পরিয়ে ক্ষমা চাইতে বাধ্য করে স্থানীয় ইসলামিক মৌলবাদীরা।
সূত্র: দি বেঙ্গল ট্রিবিউন
0 মন্তব্যসমূহ