একজন মুসলিম ব্যক্তির মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বীদের মতামত

একজন মুসলিম ব্যক্তির মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বীদের মতামত


একটি সনাতন ধর্মাবলম্বীদের ফেসবুক গ্রুপে একজন প্রশ্ন করেছেন:-


আমাদের বাড়ীর মালিক  অর্থাৎ  যে বাসায় আগে ভাড়া থাকতাম সেই বাড়ীর মালিকের (মুসলিম) আজ স্ট্রোকে মৃত্যু হয়েছে।


তাকে কাকা হিসেবে ডাকতাম এবং আমার স্ত্রী এবং সন্তানকে খুবই স্নেহ ও ভালবাসতো !


কোথাও দেখা হলে বা আমার চেম্বারের নিকট দিয়ে আসা-যাওয়া করলে সেই আগে জিজ্ঞাসা করতো ***শী, ***শীর মা কেমন আছে এবং বাসায় বেড়াতে যাইতে বলতো। বাসায় গেলে কিছু না খাইয়ে ছাড়তো না এবং কখনো বাড়ীর ফল ফলাদি সাথে দিয়েও দিত। এক কথায় বলতে গেলে সে জীবিতাবস্থায় আমাদের খুবই স্নেহ ও ভালবাসতো !


আমি জানতে চাচ্ছি; এমতাবস্থায় আমরা কি তার (মুসলিমের) জন্য ঈশ্বরের নিকট কোন মঙ্গল প্রার্থনা করতে পারি??


আমাদের ধর্মীয় শাস্ত্রগ্রন্হ কি বলে??


প্লিজ ! কারও জানা থাকলে, কৃপাকরে জানাবেন 🙏


<><><><><><><><><>


উপর্যুক্ত প্রশ্নের প্রেক্ষিতে অন্যান্য সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগণ যে উত্তর ও পরামর্শ দিয়েছেন তার কয়েকটি নিচে দেয়া হল:-


> কি সুন্দর কমেন্ট বক্স। এটা যদি মুসলিম কেউ পোস্ট করতো তাহলে কমেন্ট বক্স কেমন হতো ভাবা যায়?😲


**********


> সনাতন ধর্ম একটা উদার ধর্ম। এখানে, পৃথিবীর সকল প্রাণীর শান্তির কথা বলা আছে


**********


> অবশ্যই প্রার্থনা করবেন তাঁর আত্মার শান্তি কামনায়। সেইজন্যই তো আপনি গর্বিত হিন্দু


**********


> সকলেই অমৃতের সন্তান। সকলের জন্যই মঙ্গলকামনা করা উচিত।


**********


> সনাতন ধর্মে বিশ্বশান্তি ও মঙ্গলের জন‍্য আমরা যজ্ঞ ও অন‍্যান‍্য রিচুয়াল করে থাকি। কারণ আমরা এক মহান ধর্মের উত্তরাধিকারী। আমরা ঈদের দিন সকালে tv খবর দেখলে বুঝতে পারি। তারা অমুক জায়গায় এত লক্ষ মুসল্লী মিলে ঈদ জামায়াত করল। তারপর মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করল😪😪


**********


> অবশ্যই আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।

কারণ এটা সনাতন ধর্ম।এখানে প্রতিটি জীব কে ভগবানের সনাতন অংশ হিসেবে বিবেচিত করা হয়।

পৃথিবীর সকল জীবের কল্যাণ মঙ্গল কামনায় সনাতন ধর্ম।

আর সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব এখানেই প্রমাণিত।।


**********


> অবশ্যই। আমরা সবাই অমৃতের সন্তান। সবাই মানুষ। ভিন্ন ধর্ম অর্থে কিছু নেই।


**********


> সনাতন ধর্মের সৌন্দর্য এখানেই।

আপনি শুধু যেকোন মানুষই নয়, যেকোনো জীবের জন্য প্রার্থনা করতে পারবেন।


**********


> যেকোনো ধর্মের মানুষের জন্যই প্রার্থনা করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ