🔥 ⚔️ সুনিতা উইলিয়ামসের ইসলাম গ্রহণের গুজব খণ্ডন 🔥⚔️
#অগ্নিবীর_ফ্যাক্টচেক
❎ দাবি:
১ম ভারতীয় হিন্দু মহাকাশচারী সুনিতা উইলিয়ামস চাঁদ /মহাকাশ থেকে টেলিস্কোপ দিয়ে পৃথিবীতে একমাত্র উজ্জ্বল স্থান মক্কা-মদীনা দেখে ইসলাম গ্রহণ করেন ।
✅ বিশ্লেষণ:
১ম মহাকাশচারী ভারতীয় নারী কল্পনা চাওলা । সুনিতা উইলিয়ামস ২০০৬ সালে চাঁদে নয়, মহাকাশ স্টেশনে গিয়েছিলেন । তাঁর সাথে শ্রীমদ্ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ ও গণেশের প্রতিমূর্তি ছিলো । যা তাকে পীড়াদায়ক সময়ে সাহায্য করেছিলো ও গণেশ তাঁকে দেখে রেখেছিলো বলে তিনি উল্লেখ করেন । ইসলাম গ্রহণের কোন প্রমাণ নেই ।
▶️ সূত্র: Sunita Williams now eyes travel to Mars - PTI News, July 21, 2007 ; Raj Chengappa - The real Ms Universe - India Today, October 9, 2007 ; Bharat Yagnik - Upanishads to fire Sunita Williams’ spiritual odyssey in space - Times of India, July 2, 2012
https://m.timesofindia.com/.../articleshow/14570831.cms
✅ সিদ্ধান্তঃ তথ্যটি মিথ্যা
বাংলাদেশ অগ্নিবীর
সত্যপ্রকাশে নির্ভীক সৈনিক
0 মন্তব্যসমূহ