রমজান মাসে জল খেতে গিয়ে

রমজান মাসে জল খেতে গিয়ে

আমি সাধারণত ফেসবুকে কখনো ঐ ভাবে কিছু লিখি নাহ। তো আজকের একটা জিনিস আমার এতো খারাপ লাগছে, নাহ শেয়ার করে পারছি নাহ। সামনেই পহেলা বৈশাখ তো আমি আর মা আজকে সকালে মার্কেটে গেছি (যশোর হাটচান্নি মার্কেট) জামা কাপড় শাড়ি কিনতে তো কেনা কাটার একপর্যায়ে আমার জলতেষ্টা পাইছে। তো আমি জানি যে এখন রমজান মাস। তো একসাইডে গিয়ে প্রায়ই লুকিয়েই একটু জল খাইতে গেছি আমার ব্যাগ থেকে। এবার সামনে থেকে কসমেটিকস এর দোকান এর দুই আংকেল দেখে ফেলছে এবার আমি জল খাচ্ছি দেখে উনি আমাকে বললো আমাকে পুলিশে দেয়া উচিত, বেয়াদব জানোয়ার নাকি আমি আরও ২-১ টা পঁচা কথা বলছে। 


তো রমজান মাস বলে কী বাইরে জল খাওয়া যাবেনা??? এমন কোনো সংবিধান বাংলাদেশের আইনে আছে বলে আমার জানা নেই। 


যদি ও রমজান মাস বলে আমি একরকম লুকানোর মতো করেই জল খাইছি।


পরে উনাদের হাসাহাসি দেখে আমি বললাল সরি আংকেল। বাট এইখানে আমার দোষ টা কোথায় যে পুলিশের কাছে যাইতে হবে??????


Amar Sathe ajka aita hoiche aikhana kih amr kono aporadh chilo?


Amr khub e asosti horche aita nia sei sokal thakai.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ