আজকে (মার্চ ২০২৩) ঘটে যাওয়া ২ টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম।
আমি কিছু মুদি জিনিস কিনতে মুদির দোকানে গিয়েছিলাম, তখন এক ৪৫-৫০ বয়সের সুস্থ সবল এক মহিলা এসে বলে বাবা ইফতারি কিনে দেন বা ইফতারি করার টাকা দেন, তখন বিকেল ৬ টা বাজে। তো সত্যি বলতে আমার কাছে খুচরা কোনো টাকা ছিল না, থাকলে আমি সাধারণ তো ৫-১০ টাকা দি, আমার কাছে পুরো ৫০০ টাকার নোট। তো আমি বললাম চাচী আমার কাছে খুচরা নাই, আপনি প্লিজ অন্য জায়গায় দেখেন। উনি আমাকে হিন্দু মহিলা, হিন্দু মাগী আরও সব বাজে বাজে কথা বলে গালি দিতে লাগল, তখন পাশ থেকে ঐ দোকানদার উনিও হিন্দু উনি বললেন এ এসব কি বলো, তাও চুপেনা ঐ মহিলা, পরে ৭-৮ জন জড়ো হয়ে গেলো, তখন আমি খালি বললাম হিন্দু দেখে তাহলে আবার টাকা চান কেন, আমি আমার মেসমেট হিন্দু আমরা একসাথে খাই এমনকি ওর জন্য সেহেরী রান্না করে দি এখন ইফতারও নিয়ে যাব, এসব কি বলেন আপনি। তখন পাশ থেকে সবাই ঐ মহিলাকে বকতে লাগলে। একজন বলল এসব ত বলা যাবেনা চাচী এসব বলেন কেন। খুব কান্না পাচ্ছিল...
তারপর আমি সামনে আসতেই কিছু দূরে এক বেলুন বিক্রেতা। আমি বললাম দাম কত বেলুনের, উনি কথা বলেন না, আমি ভাবছি উনি শুনতে পাননি তাই আবার বললাম, উনি বলেন ৮০০ টাকা। আমি বললাম বিক্রি না করলে বলবেন এমন ভাবে বলার কিছু ত নাই, উনি বলেন আমি ইফতারের টাইমে হিন্দু কারো কাছে এখন বেলুন বিক্রি করবনা। আমি শুনে হা।শুধু বললাম আপনি বেয়াদব, ক্রেতার সাথে কেউ এমন করে... পাশের এক রিকশাওয়ালা মামা বলছে কি হইছে আপা? কোনো খারাপ কথা কি বলছে? আমি কিছু না বলে কান্না করতে করতে রুমে আসছি...
(আমি বিবাহিত, শাখা-সিঁদুর পরি সেজন্য চিহ্নিত করা সহজ।)
২ টা ঘটনা ১৫ মিনিট ব্যাবধানে আজ আমার সাথে ঘটছে।
আমি এত বেশি আপসেট হয়ে পড়ছি যে আমার মনে হচ্ছে এ দেশে আমি পরজীবি।🙃
#সংগৃহিত
0 মন্তব্যসমূহ