এই ছেলেটার নাম আশীষ ভট্টাচার্য। বাড়ি বাংলাদেশের সিলেটে। বয়স ১৬ বছর। ছেলেটি ফেসবুকে একটি পোষ্ট লিখেছিল, "গর্বের সাথে বল, আমি হিন্দু"। আর এতেই তার ফ্রেন্ডলিস্টে থাকা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে যায়! তাদের দাবি, ৯০ শতাংশ মুসলমানের দেশে বাস করে হিন্দু পরিচয় নিয়ে গর্ব করা যাবেনা! ছেলেটির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
বাংলাদেশের আদালত মামলাটি গ্রহণ করে। যেহেতু ছেলেটির বয়স মাত্র ১৬ বছর তাই তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং ছেলেটির বাবাকে কারাগারে পাঠানো হয়েছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন অনেকাংশে ব্লাসফেমির অনুরূপ। এই আইনে (ইসলাম) ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তি ১০ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা।
আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ৫০ বৎসর পালন করছে দেশটি। কিন্তু এদেশে বসবাসকারী হিন্দুরা কি সত্যিই স্বাধীন❓ নূন্যতম বাক স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হিন্দুরা। নিজের ধর্মীয় পরিচয় স্বগর্বে প্রকাশ করায় এখানে আইনত দণ্ডনীয় অপরাধ!
১৯৭১ সালে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল পশ্চিম পাকিস্তান বনাম মিত্র বাহিনীর মধ্যে, তাকে মুক্তিযুদ্ধ না বলে হিন্দু জেনোসাইড বলা ভালো। এত বলিদান দেওয়া সত্ত্বেও বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা আজও পরাধীন😞 পঞ্চাশটি বসন্ত পার করেও স্বাধীনতার কী স্বাদ তা বাংলাদেশের হিন্দুরা আজও আস্বাদন করতে পারেনি!
0 মন্তব্যসমূহ