পাকিস্তানের কাফিরকোটের পাঁচটি মন্দির

পাকিস্তানের কাফিরকোটের পাঁচটি মন্দির

পাকিস্তানের কাফিরকোটে গেলে আজও দেখতে পাবেন মহাকালের রুদ্ররোষ আর বিজাতীয় গ্রিক, শক, হুন, তুর্কী, পাঠান, মোঘল আর আধুনা জিহাদের উন্মত্ত তান্ডব সহ্য করেও দন্ডায়মান রয়েছে পাঁচটা অতি প্রাচীন সনাতনী মন্দিরের ভগ্নাবশেষ। খুব সম্ভবত মৌর্য যুগে মন্দির গুলো নির্মিত হয়েছিল। 


এখানে প্রায় ৫০ কিলোমিটার দূরে একই জাতীয় দুটি জায়গা আছে। কাফিরকোট নামক দুটি ধ্বংসাবশেষ রয়েছে। একটির নাম বিলোট কাফিরকোট এবং অন্যটি টিলোট কাফিরকোট। উভয় মন্দির অঞ্চল গুলো দুর্গের প্রাচীর দিয়ে চারপাশে ঘেরা ছিলো যা একবার সিন্ধু নদীর তীরে চিত্তাকর্ষক দুর্গে অবস্থিত ছিলো। একাদশ শতাব্দীতে হিন্দু রাজবংশের পতনের আগ পর্যন্ত হিন্দু  শাসকদের দ্বারা নির্মিত ৮ টি মন্দির থাকার কথা উল্লেখ রয়েছে ইতিহাসে।


মন্দিরগুলির প্রবেশদ্বার এবং প্রধান স্তম্ভগুলিতে কাশ্মীরি প্রভাব লক্ষ্য করা যায়। মনে করা হয় কাশ্মীরের রাজারা এই মন্দির গুলো বানিয়েছেন। বর্তমানে পাঁচটি প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ থাকলেও ইতিহাস বিদরা মনে করেন এখানে আরো সুবিশাল মন্দিরে অস্তিত্ব ছিলো। 


পাকিস্তানের পুরাতাত্ত্বিক বিভাগ এই মন্দিরের দেখাশোনা তো করেই না উল্টে মন্দিরের রক্ষনাবেক্ষনের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে বর্তমান পাকিস্তান সরকার।


কোন কোন দেবতাদের মন্দির ছিলো এগুলো তা নিয়ে জানা যায় না। 


✍️ অজানা ভারতবর্ষ Discover India 🇮🇳


কাফিরকোটে নিয়ে বিস্তারিত জানতে এই লিংক টা পড়তে পারেন।... 

travelthehimalayas

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ