দুই বছর আগে দুর্গাপূজার মন্ডপে হনুমান দেবের মূর্তির কোলে পবিত্র কোরান রেখেছিল মহামতি ইকবাল, তাতে ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার জেরে মারা পড়েছিল কমপক্ষে সাত/আট জন নিরীহ হিন্দু। সারাদেশে রোষানল ছড়িয়ে পড়ায় ঘরবাড়ি পুড়েছিল আরও হাজার খানেক হিন্দু পরিবারের।
রোষানল প্রশমিত করার লক্ষ্যে প্রশাসন খুঁজে বের করে আসল কাল-প্রিট মহামতি ইকবালকে এবং ধর্মীয় অনুভূতির মান বাঁচাতে মহামতি ইকবালকে পাগল আখ্যা দিয়ে জেলের ভেতর ঢুকানো হয়।
দুই বছর পর মহামান্য আদালত রায় দিয়েছেন,
** হনুমান দেবের কোলে পবিত্র কোরান রাখার অপরাধে মহামতি ইকবাল পাগল দেড় বছর কারাদণ্ড ভোগ করিবেন।
সাত/ আটটি হিন্দু প্রাণ হরণ এবং হাজারের উপর হিন্দু পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়াটা অপরাধের আওতায় আসেনি!
পাগল সাজার সুবিধা কত!
0 মন্তব্যসমূহ