লাভ জিহাদ বোঝার উপায় - প্রিয়ন্তী দেব

লাভ জিহাদ বোঝার উপায় - প্রিয়ন্তী দেব

 

কীভাবে লাভজিহাদ বুঝতে পারবেন

লাভ-জিহাদ বুঝতে গেলে বা বন্ধ করতে চাইলে আমাগো ভাবতে হইবো মোল্লা গো লাকান। মোল্লারা সব হিন্দু মাইয়াগো কিন্তু টার্গেট করে না। কাদের টার্গেট করে সেইডা আগে বুঝতে হইবো, 


১. যে হিন্দু মাইয়া গো বয়স ১৪ থেকে ১৬ ভিতর, বয়ঃসন্ধির শুরু।  এই বয়সে বেডা শরীরের প্রতি তীব্র আকর্ষণ। এই মাইয়াগো ফাঁসায় ভার্সিটিতে পড়া মোল্লা বেডারা বা যেসব বেডার বয়স ২১ থাইক্যা ২৫ বছরের মধ্যে। 


২. যে হিন্দু মাইয়া গো চেহারা-সুরুত বিশেষ ভালা না, ইন্টার পাশ দিয়া ঢাকা-রাজশাহী-চট্টগ্রাম সহ বিভিন্ন বড় শহরের মেসে বাড়ি ছাইড়া থাকে। এই মাইয়াগো কুনোদিন হিন্দু বেডাগো attention পায় নি। এই মাইয়াগুলান যখন ফরিদপুর-মাগুরা-নওগাঁ ছাইড়্যা বড় শহরে আইসে উঠে তখন মুসলিম বেডারা মাইয়া গুলানরে Crush Dream Girl, I love you, ময়নাপাখি এসব কইয়া মাথা বিগড়ায় দেয়। যে বেডি কুনোদিন কারোর মুখ থাইক্যা প্রশংসা শুনে নাই, তার মোল্লাগো কথায় পইত্যা যাওয়া সময়ের অপেক্ষা। 


৩. উচ্চ-শিক্ষিত হিন্দু মাইয়া যে গুলানের বয়স ২৭ থাইক্যা ৩২ মইধ্যে। বাপে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় না জন্যে প্রেম মানে নি, আর এখন বিয়ের বয়স পার হইয়া যায়। এই গুলানরে ফাঁসায় শিক্ষিত বিবাহিত মোল্লা বেডা। মাইয়া গুলান শারীরিক খায়েস মিটাইতে মোল্লাগো কাছে মাথা নত করে শরীর বিকা। 


৪. ডিভোর্সি-বিধবা হিন্দু মাইয়া, যেই গুলানরে ফালতু হিন্দু সমাজ মাইনে নেয় না। যে মাইয়া গুলানের শারীরিক চাহিদা প্রখর। এই গুলানরে টার্গেট করে মাঝ বয়সী মোল্লা বেডারা। বিনা বাঁধায় চলে শরীর ভোগ, শেষে ধর্মান্তরিত করণ। 


আফনার ঘরে কুন্ টাইপের বেডি আছে? সাবধান কি ভাগায় নিয়া গেলে হবেন? 


আগুনের বেগে শেয়ার দিন। হিন্দু বোন গুলানরে বাঁচান সব। লাভজিহাদ থেকে তাদেরকে রক্ষা করুন। নমস্কার সনাতনী পরিবার 🙂


সংকলনে প্রিয়ন্তী দেব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ