মাদ্রাসার ২য় শ্রেনীর বইয়ে মদনমোহন তর্কালংকারের কবিতার নকল- আজম খান

মাদ্রাসার ২য় শ্রেনীর বইয়ে মদনমোহন তর্কালংকারের কবিতার নকল- আজম খান

 



মাদ্রাসার ২য় শ্রেনীর বইয়ে মদনমোহন তর্কালংকারের কবিতা কয়েকটা শব্দ অদল-বদল করে পুরোপুরি মেরে দিছে। যারা স্কুল বইয়ের গুগল ট্রান্সলেট নিয়ে খুব উচ্চকিত ছিলেন তাদের বেশিরভাগ এখন এটা নিয়ে কথা বলবেন না। কারন তাদের কাছে শিক্ষার মান আসলে অতটা ম্যাটার করে না। যতটা করে রাজনীতি। তবে আমার মতামত হচ্ছে মাদ্রাসার বইয়ে তারা পারলে ১০১ উপায়ে কিভাবে পায়ুপথের যুদ্ধ করা যায় সেটাও শিখাক। শুধুমাত্র আমাদের সন্তানেরা স্কুলে কি শিখবে আর না শিখবে সেসব ব্যাপারে তারা নাক না গলালেই হবে।


Link

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ