গোপালগঞ্জে কোটালিপাড়ায় কয়েকটি সংখ্যলঘু হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর

গোপালগঞ্জে কোটালিপাড়ায় আরো কয়েকটি সংখ্যলঘু  হিন্দু সম্প্রদায়ের  ঘর-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর

 

ধর্ম অবমাননার অযুহাত দিয়ে গোপালগঞ্জে কোটালিপাড়ায় কয়েকটি সংখ্যলঘু  হিন্দু সম্প্রদায়ের  ঘর-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর করে দিলো।


গতকাল (১৫ জানুয়ারি)  গোপালগঞ্জের কোটালিপাড়ার কান্দি ইউনিয়নের সাতারি গ্রামে এই হামলা চালানো হয়েছে।


জানাযায়,  আবির অধিকারী নামের এক কিশোরের নামে হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননা ও করুচিপূর্ণ কথা বলার অভিযোগ এনে এই হামলা চালানো হয়েছে।


গোপালগঞ্জে কোটালিপাড়ায় আরো কয়েকটি সংখ্যলঘু  হিন্দু সম্প্রদায়ের  ঘর-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর
গোপালগঞ্জে কোটালিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি ভাঙচুর


গোপালগঞ্জ বলাতে,  কারো অবিশ্বাস্য মনে হলেও সত্যিই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকায়  উগ্র মৌলবাদীরা হামলা চালিয়েছে। 

হামলায় আহতরা হলেন, মাখন অধিকারী, পলাশ অধিকারী,মনোতোষ অধিকারী, নিমাই বিশ্বাস, সঞ্জয় মন্ডল,অমর হালদার,বারুন বাড়ুই,গনেশ বাড়ুই সহ আরো অনেকে।


যদি সত্যিই ধর্ম-অবমাননা করে থাকে তাহলে দেশের আইন কই গেলো?


দেশের আইন কি দলবল পাকিয়ে হামলা করার নির্দেষ দিয়ে দিয়েছে?


যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়  সুরক্ষিত নেই। সেখানে গোটা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কি সুরক্ষিত রয়েছেন??


#SaveBangladeshiHindus

#UK

#USA

#UN

#সুব্রত_শীল

১৬ জানুয়ারী ২০২৩


https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0Jzhh1GbDpNpusGeUzv5gnC5aTU7Z29qcy6WhQ33m9VPDZ9Nz1D61Ewx9eomHmZvQl&id=100023321970961

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ