প্রকাশ: ০১:৪০ pm ১২-১২-২০২২ হালনাগাদ: ০১:৪০ pm ১২-১২-২০২২, এইবেলা ডেস্ক
হিন্দু অটো চালককে হুমকি দিয়ে অটোতে আগুন দেওয়ার অভিযোগ
বরিশালের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাতে বাপন দাস নামে এক অটো চালকের অটোতে গভীর রাতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে অটো পুড়ে ছাই হয়ে যায়। রাতে অটো গাড়ি টি মন্দিরের পাশে রেখে বাড়িতে বাপন দাস ঘুমিয়ে পড়েন।
উপজেলার দাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকার মধ্যে ভয়ভীতি বিরাজ করছে যদি এ আগুনে মন্দিরসহ বসত বাড়ি পুড়ে যেত। বাপন দাস বলেন,
“আমার সাথে দু’দিন আগে ফিরোজ পালোয়ানের সাথে ঝগড়ার এক পর্যায়ে আমাকে রাস্তায় মারধর করে এবং ভয়ভীতি দেখায়।
ফিরোজ পালোয়ান সরাসরি হুমকি দিয়ে বলেন, যদি আমার গাড়ি পায় তাহলে ভেঙ্গে ফেলবে অথবা আগুন লাগিয়ে দিবে। ঠিক একদিন যেতে না যেতে আমার গাড়ি পুরে যায়। আমার সংসার চলবে কেমনে, সমিতির কিস্তি দেব কেমনে আর বাচ্চাদের পড়ামু কি ভাবে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই।”
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন,” অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।”
এইবেলাডতকম/মভশ
0 মন্তব্যসমূহ