অসাম্প্রদায়িক বাংলাদেশের এপিঠ- ওপিঠ.- ম. ন. আবছার

অসাম্প্রদায়িক বাংলাদেশের এপিঠ- ওপিঠ.- ম. ন. আবছার

বেশ বুঝলাম- অন্য ধর্মকে (শুধু ইসলাম ধর্মকে) সম্মান করতে গিয়ে আপনারা পূজার সময় ঢাক-ঢোল, বাজনা বন্ধ রাখবেন। এইজন্য পুজোমন্ডপে নামাজের সময়সূচি টাঙিয়েছেন। ঢাক-ঢোল, কাঁসর বাজনা এগুলো নিশ্চয় আপনাদের ধর্মীয় অনুসঙ্গ! প্রতিদিনই ধর্ম পালন করতে গিয়ে এসব নিশ্চয়ই আপনাদেরও করতে হয়। তবে এক কাজ করুন। আপনারা যেমন অন্য ধর্মাবলম্বীদের যাতে ঢাক-ঢোল, গান-বাজনার কারণে সমস্যা না হয় সেজন্য পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি টাঙিয়ে দিছেন মন্ডপে, যাতে নামাজের সময়সূচি দেখে ঢাক-ঢোল, গানবাজনা বন্ধ রাখতে পারেন। তা আপনাদের প্রতিদিনের পুজোর সময় মাইক বন্ধ রাখার একটা টাইম-টেবিলের তালিকা লাগাতে বলুন তো মসজিদে? তখন বুঝা যাবে-


অসাম্প্রদায়িক বাংলাদেশ কাকে বলে!!


https://www.facebook.com/pashanpathor/posts/pfbid0wphiP9KgsqH9MW33UJf2cm8FF1hrLVnJe4BEka1DEkMXM2Fz8gxLbCBTMm3Pwijcl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ