আবারও ঝুমন দাস! - রীতা রায় মিঠু

আবারও ঝুমন দাস! - রীতা রায় মিঠু


৩১ আগস্ট ২০২২


ফেসবুকে পোস্ট দেয়ার ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে শাল্লার ঝুমন দাসকে আবারও গ্রেফতার করা হয়েছে।


বাংলাদেশের সকল দাস, ঘোষ, রায়, চক্রবর্তী, পাল, দত্ত  ইত্যাদি ইত্যাদিদের বলছিঃ 


দয়া করে ঝুমন দাসের মতো হঠকারিতা করতে যেয়ো না! 


ঝুমন দাসেরা দেশপ্রেমিক, ঝুমন দাসেরা বিশ্বাস করতে চায়, সংবিধানে বিসমিল্লাহ থাকলেও বাংলাদেশটা  'অসাম্প্রদায়িক' রাষ্ট্র।


সেইজন্যই ঝুমন দাসেরা তথাকথিত 'অসামপ্রদায়িক' বাংলাদেশে প্রতি মুহূর্তে ঘটতে থাকা চরম সম্প্রদায়গত বৈষম্য দেখে বোকা ব্যাঙাচির মতো ফাল পারে, ফেসবুকে স্ট্যাটাস দেয় আর বার বার ধর্ম অবমাননার তরবারির কোপ খায়!


বাংলার ঝুমন দাসেরা বংশ পরম্পরায় নৌকা লীগের তৃণমূল কর্মী হিসেবে কাজ করে আর দেশে ধর্ম নিরপেক্ষতা ফিরে আসার স্বপ্ন দেখে!


এই ঝুমন দাসেরাই ঘরে স্ত্রী শিশু সন্তান রেখে বার বার ধর্ম অবমাননার দায়ে পড়ে জেলের তেরো শিকের ভিতরে চোর ডাকাত খুনী আসামীদের সাথে সংসার পাতে!


দেশে থাকা সকল ঝুমন দাসদের বলছিঃ সাবধান হও। যতই দেশ দেশ করো, আসলে তোমার কোনো দেশ নেই! বাংলাদেশে জন্ম নেয়া সংখ্যালঘু যারা, তাদের কারোরই নিজের দেশ নেই!


বাংলাদেশে জন্ম নিলেও, তুমি বাংলাদেশের হলেও 'বাংলাদেশ তোমার নয়'।


বাংলাদেশে রিফিউজি রোহিঙ্গারা জামাই আদর পায়, জামাই আদর পাবে সারাজীবন!


কারণ আছে,  রোহিঙ্গারা রিফিউজি হলেও, ভালো কোনো কাজ না করলেও,  রিলিফের মাল খেয়েও দ্রুত গতিতে বংশবৃদ্ধি করতে পারে। 


তাই ওদের জামাই আদর করলে অচিরেই বাংলাদেশে সংখ্যাগুরুর পার্সেন্টেজ ৯১% ছাড়িয়ে  ১০০% হয়ে যাবে! 


আর তোমরা যদি ন্যাড়া ঝুমন দাসের মতো বার বার বেলতলায় যাওয়ার বোকামি করো, মাথায় বার বার বেল পড়বে!


ফেসবুকে নিজের বাপের দেয়া নাম লিখার অপরাধে তোমাদের কপালে ঝুলবে ধর্ম অবমাননার মামলা আর পেটে জুটবে জেলের ভাত!


কিছু মানুষ তোমাদের জেলমুক্তির জন্য আন্দোলন করবে ফেসবুকে, মানব বন্ধন করবে--- অবশেষে জেল থেকে ছাড়া পেয়ে রসরাজ জেলে, উত্তম বড়ুয়াদের মতো অবস্থা হবে! 


তোমরা কি জানো, রসরাজ উত্তম বড়ুয়ারা কেমন আছে?


শোনো, কেউ জানে না, উত্তম বড়ুয়া, রসরাজ জেলে এখন কোথায় আছে! 


বেঁচে আছে নাকি হাওয়ায় মিশে গেছে!!  


তাই, দূরদেশ থেকে একটাই পরামর্শ দেইঃ 


লেখাপড়া করো, ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে মাথা ঘামিও না, ঝুমন দাসদের মতো অকারণে ঝামেলায় জড়িও না।


লেখাপড়া করো, সৎ থেকো, মনে সাহস রেখো, বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো--


তাহলেই তোমাকে আলো জ্বালতে হবে না, আলো নিজেই জ্বলবে, তোমার জীবন আলোকিত করবে।



https://www.facebook.com/ritaroymithu/posts/pfbid0gXeyjZQ6hpjvWLdxqZQ8Q9f6uUFvbZFY8AE3zgJdRELmu1B5E9mQYVhhBJiz68MMl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ