১৪-১৫ বছর ধরেই এখানে দুর্গাপূজা করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা
মানিকগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2022, 10:00 PM
Updated : 27 August 2022, 10:00 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি সার্বজনীন পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয়রা বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা বাজারের মন্দিরের বিভিন্ন প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যান হরিরামপুর থানার পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে সেখানে যান পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তবে এ ব্যাপারে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জায়গাটি বাজারের এক কোণায় হওয়ায় অরক্ষিত ছিল।”
এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, ভাদিয়াখোলা বাজারে প্রায় ১৪-১৫ বছর আগে সর্বজনীন দুর্গা মন্দিরটি স্থাপন করা হয়। এরপর থেকে ওই মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। এবারও সেখানে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা তৈরি করেন শিল্পীরা।
ভাদিয়াখোলা বাজার মন্দির কমিটির কোষাধ্যক্ষ বিশ্বজিৎ শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
কয়েকদিন আগে মন্দিরের প্রতিমা তৈরির কাজ শুরু করেন শিল্পীরা। শুক্রবার সকালে মন্দিরের পাশে মাটির কাজের জায়গা দেখতে এসে সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও অসুরের হাত ভাঙচুর করা অবস্থায় দেখতে পান তারা।
তিনি আরও বলেন, চার-পাঁচ দিন মণ্ডপে শিল্পীরা কাজ করেননি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি দীলিপ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকালেই ভাদিয়াখোলা বাজারের মণ্ডপে গিয়েছি। ভাঙা প্রতিমা শুক্রবার সকালেই মেরামত করা হয়েছে।”
https://bangla.bdnews24.com/samagrabangladesh/dy5slan4go
0 মন্তব্যসমূহ