আশাশুনিতে কেওড়া বন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে কেওড়া বন থেকে হিন্দু ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
কেওড়া বনে হিন্দু ব্যক্তির ঝুলন্ত লাশ, ছবিসূত্র: sharebusiness24
 

সাতক্ষীরা ও আশাশুনি প্রতিনিধি, আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৩৭ পিএম, অনলাইন সংস্করণ


সাতক্ষীরার আশাশুনিতে কেওড়া বন থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জুন) সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমহনা এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয়।


পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।


এ বিষয়ে আশাশুনি থানার ওসি (তদন্ত) এমএ ওয়াদুদ বলেন, মরদেহটির পুরো মুখমণ্ডলে এরই মধ্যে পোকামাকড়ে ক্ষত সৃষ্টি করে ফেলেছে। শরীরের বিভিন্ন অঙ্গে পচন শুরু হয়ে গেছে।


কোন ধর্মের ব্যক্তি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তার দেহের বিশেষ অঙ্গ ও গলায় তুলশী মালা দেখে মোটামুটি সুনিশ্চিত হয়েছি তিনি হিন্দু সম্প্রদায়ের।


এ বিষয়ে আশাশুনি থানার ওসি মো. সামসুল আরেফিন জানান, 


স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমাদের ওসি (তদন্ত) একটা টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পরে বুড়িগোয়ালিনী নৌ পুলিশের সহযোগিতা নিয়ে লাশ উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানায় আনা হয়েছে।


হত্যা নাকি আত্মহত্যা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 


ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সুনিশ্চিত করে কিছুই বলা সম্ভব হবে না। আগামীকাল সোমবার (৩০ জুন) সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে জানান তিনি।


লাশের পরিচয় শনাক্ত করা নিয়ে ওসি বলেন, 


পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা রাতে এসে ফিঙ্গার প্রিন্ট করার পর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে আশা করছি।


সূত্র: কালবেলা

Post a Comment

0 Comments