লিখেছেন লেখক ও গবেষক আরিফ রহমান
একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানে নির্মম জেনোসাইডে হিন্দু জনগোষ্ঠীর কতোজনের প্রাণহানি হয়েছে এটা নিয়ে স্পেসিফিক কোন কাজ না হলেও গণহত্যা জাদুঘর স্পেসিফিক ১০০টি ঘটনা পর্যালোচনা করে জানিয়েছে যে, সেই একশ গণহত্যায় ৫০১৩ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ২১১৪ জন হিন্দু ছিলেন।
অর্থাৎ এই ১০০ গনহত্যায় মোট মৃতের ভেতর হিন্দু জনগোষ্ঠীর সদস্য ছিলেন ৪২.১৭ শতাংশ।
খেয়াল রাখা দরকার ১৯৬১ সালের জনগণনা অনুযায়ী, পূর্ব পাকিস্তানে হিন্দুর সংখ্যা ছিল ৯৪ লক্ষ ৫০ লাখ আর মুসলমান ৬ কোটি ১০ লাখ।
১৯৭১ সালে প্রায় ১০ মিলিয়ন শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, যা মোট জনসংখ্যার প্রায় এক-সপ্তমাংশ। "বাংলাদেশ ডকুমেন্টস" ১৯৭১ সালের আগস্ট মাসের মাঝামাঝি শরণার্থীদের ধর্মীয় পরিচয় নিয়ে একটি হিসাব প্রদান করে। এতে বলা হয়েছে, ৭৫.৫৬ লাখ শরণার্থীর মধ্যে ৬৯.৭১ লাখ ছিল হিন্দু, ৫.৪১ লাখ মুসলিম এবং ০.৪৪ লাখ অন্যান্য। এই হিসাবে দেখা যাচ্ছে যে, মোট শরণার্থীদের ৯২% ছিলেন হিন্দু।
যদি একাত্তরের মধ্যেভাগের ভেতর অন্তত ৬ মিলিয়ন হিন্দু ভারতে শরণার্থী হয়ে থাকেন তাহলে সেই সময় পাকিস্তানি বাহীনির দখলকৃত বাংলাদেশে থেকে যাওয়া হিন্দু জনসংখ্যা ছিল ৩৬ লাখ। ১০০ গণহত্যার ওপর করা গবেষণায় দেখা গেছে যে, ৪২.১৭% হিন্দু গণহত্যায় নিহত হয়েছে। যদি ধরে নেই একাত্তরে গনহত্যায় মেইনল্যান্ডে মোট নিহতের সংখ্যা তিরিশ লাখ তাহলে এই হিসেবে মেইনল্যান্ডে থেকে যাওয়া হিন্দুদের মধ্যে প্রায় ১২ লাখ হিন্দু নিহত হয়েছেন।
অর্থাৎ শরণার্থী না হয়ে যারা দেশে থেকে গিয়ে ছিলেন তাদের প্রায় এক-তৃতীয়াংশ হিন্দু গণহত্যার শিকার হয়েছেন, অর্থাৎ প্রতি তিনজনে একজন!
মনে হতে পারে তিরিশ লাখ শহীদের ১২ লাখ হিন্দু। সংখ্যার বিচারে মুসলাম বেশি। কিন্তু অংকটা এভাবে করলে চিত্রটা বোঝা যাবে না। ছয় কোটি দশ লাখ মুসলমানের ভেতর ১৮ লাখ মুসলমানের মৃত্যু হয়ে থাকলে শতাংশের হিসেবে তা ২.৯৫% অর্থাৎ প্রতি ১০০ জন মুসলমানের ভেতর প্রায় তিনজনকে মেরে ফেলা হয়। আর ৯৪ লক্ষ ৫০ হাজার হিন্দুদের ভেতর ১২ লক্ষ মানুষকে মেরে ফেলা হলে শতাংশের হিসেবে তা ১২.৬৯% অর্থাৎ প্রতি ১০০ জন হিন্দুদের ভেতর প্রায় তেরোজনকে হত্যা করা হয়।
অর্থাৎ ডেনসিটির হিসেবে হিন্দু জনগোষ্ঠীর ওপর মুসলমানের চাইতে তিনগুণ বেশি হারে গণহত্যা চালানো হয়েছে।
আমরা যদি একাত্তর সালের ১৬ই ডিসেম্বর শরণার্থীদের ফিরে আসার আগে মেইনল্যান্ডে থেকে যাওয়া জনসংখ্যার ভেতর জরিপ চালাতাম তাহলে দেখা যেতো যখন এক জন মুসলমান হত্যাকান্ডের শিকার হয়েছেন তখন ১৪ জন হিন্দুকে মেরে ফেলা হয়েছে।
------------------
* This is a calculation based on 100 genocidal events. If more data is added, the result may vary.
* Here, I have calculated the number of martyrs as 3 million. You can calculate the number based on any definition of martyrs you prefer (i.e. 1 million, 1.5 million, 0.5 million, 0.3 million, 1.5 million, 4 millon, even 26,000) and the percentage calculation will remain unchanged.
* This piece is an analytical account of the historical events during the Bangladesh Liberation War in 1971, based on researched facts and figures. It aims to honor the lives lost and ensure the historical context is preserved for future generations. This is an attempt to reflect on the human cost of the genocide and is not meant to promote any form of hatred or violence. We respect all communities and believe in fostering peace and mutual understanding.
সংগৃহীত
0 মন্তব্যসমূহ