![]() |
ইসলামী চিন্তাবিদ শাইখ ড. সালেহ আল ফাওঝান হাফিযাহুল্লাহ |
ইসলামী চিন্তাবিদ শাইখ ড. সালেহ আল ফাওঝান হাফিযাহুল্লাহ বলেছেন-
টেক্সির সাহায্যে একজন মুশরিককে মন্দিরে পৌঁছে দেওয়া জায়েজ নেই, শিরকের কাজে কোন সাহায্য নেই।
হিন্দু বিদ্বেষ প্রচারে এমন একজন বয়স্ক মানুষ এত নীচ মানসিকতার প্রকাশ ঘটালেন, যে ভাবতেই খারাপ লাগছে। ইসলাম ধর্ম এমনই এক বিষাক্ত মতবাদ যে একজন অশীতিপর বৃদ্ধ মানুষও হিংসা বিদ্বেষ চর্চার বাহিরে থাকতে পারেন না।
উল্লেখ্য যে মুসলিমদের দৃষ্টিতে হিন্দুরা 'মুশরিক'। যেসব মুসলিম বন্ধু বান্ধব খুব অসাম্প্রদায়িকতা দেখায়, তারা কিন্তু 'মুশরিক' শব্দের অর্থ বলতে চাইবে না। কেউ কেউ আবার শব্দটিকে বিবরণ বা বর্ণনামূলক বলে শব্দের গায়ে লেপ্টে থাকা হিন্দুবিদ্বেষ, হিন্দু ধর্মের প্রতি হিংসাকে মুছে ফেলতে চেষ্টা করে।
0 মন্তব্যসমূহ