১০ একর জমি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা কাচারি পায়রা ডাঙা (নাগেশ্বরী পৌরসভা) অবস্থিত ভিতরবন্দ জমিদারের পূর্ব পুরুষ অষ্টাদশ শতাব্দির শেষ ভাগে অর্থাৎ ১৮১৯ সালের পূর্বে শ্রীশ্রী কামাখ্যা মাতা ঠাকুরানী বিগ্রহ প্রতিষ্ঠিত করে নাগেশ্বরী ইউনিয়নের পশ্চিম পয়রা ডাঙ্গা নামক স্থানে মন্দির নির্মাণ করে উক্ত বিগ্রহের পূজা অর্চনার প্রথা সৃষ্টি করে শ্রীশ্রী কামাখ্যা মাতা ঠাকুরানীর নামে নিম্ন তপশীল বর্নিত সম্পত্তি সার্বজনিন ভাবে দান করেছিলেন।
জমিটি দেবোত্তর সম্পত্তি রূপে পরিচিত।
শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দিরে মায়ের পুজা অনুষ্ঠিত হয়।সম্প্রতি পুজার মন্দির প্রাঙ্গণ পরিস্কার করতে গিয়ে ঘটে গেলো আপত্তিকর ঘটনা।
পরিছন্ন কর্মীদের বাধা দিলো এক দল ভূমি দস্যু।
জমিদারী প্রথা বাতিল হওয়ার পরে দেখা যায় সি এস রেকর্ড, এস এ রেকর্ড, আর এস রেকর্ড সবই কামাখ্যা মন্দিরের নামীয় সম্পত্তি।
সম্পত্তির পরিমান ১০ একর যা ৩০ বিঘা। অথচ ভূমিদস্যুরা মন্দির প্রাঙ্গন যাতায়াত এর রাস্তা বন্ধ করে দেয়।
ভুমি দস্যুর হাত থেকে এই দেবোত্তর সম্পত্তি বাঁচানোর জন্য সকলকে অনুরোধ করা হল।
0 মন্তব্যসমূহ