ফরিদপুর ইসকন মন্দিরে উগ্রবাদীর হামলা, সরস্বতী মূর্তি ভাংচুর

ফরিদপুর ইসকন মন্দিরে উগ্রবাদীর হামলা, সরস্বতী মূর্তি ভাংচুর

০৮ ফেব্রুয়ারি, ২০২৪


ফরিদপুর ইসকন মন্দিরে সরস্বতী মূর্তি ভাংচুর


সনাতন ট্রিবিউন: ফরিদপুরে ইসকন মন্দিরে উগ্রবাদীর হামলা। ফরিদপুর এ-র মতো অসাম্প্রদায়িক সম্প্রীতির শান্ত শহরকে উত্তপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে এমন উগ্রবাদীরা।


গতকল্য বুধবার আনুমানিক ৫:৩০ ঘটিকায় ফরিদপুর শহরের শোভারামপুর মহিমস্কুল সংলগ্ন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ইসকনে এক উগ্রবাদী প্রতিমা ভাঙ্গতে যায়। এবং স্বর্গীয় মহিম চন্দ্র সাহার সমাধী মঠের পাশে রাখা একটি স্বরসতী প্রতিমা ভাঙ্গে।


এমনকি দেবদেবী নিয়ে গালাগালি করতে থাকে। মূল মন্দিরে প্রবেশের আগেই কর্তৃপক্ষ এবং এলাকাবাসী ধরে তাকে বেঁধে রাখে এবং পুলিশ প্রশাসনকে ফোন দেয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।



সূত্র: সনাতন ট্রিবিউন

Post a Comment

0 Comments