রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের (মুসলিম) সাথে কথা হচ্ছিল, মানে সে আমার স্কুল লেভেল থেকে ফ্রেন্ড। এখন ভার্সিটিতে আছি আর আমাদের ফ্রেন্ডশিপ এখনো বর্তমান।
তো কথায় কথায় চলে আসলো পারসনাল লাইফের কথা আর হঠাৎ খেয়াল করলাম সে সনাতন ধর্ম নিয়ে কথা বলতেসে। স্টোরি হচ্ছে আমাদের এক কমন মেয়ে ফ্রেন্ড ছিল, সে হিন্দু। তারা কমার্সের এবং একই ভার্সিটিতে আছে, আর আমি ইঞ্জিনিয়ারিং এর।
তো সে বলল যে ওই মেয়েকে সে প্রপোজ করবে এবং নিজেকে সেকুলার দাবি করে বলল যে বিয়ের পর সবাই নিজ নিজ ধর্ম পালন করবে সমস্যা নাই। আমাদের কন্সটিটিউশন স্পেশাল ম্যারিজকে সাপোর্ট করে।
তো আমি একটু বোকা সেজে বললাম এত কাহিনি করার কি দরকার তুই সনাতন ধর্মে চলে আয় না। তাইলেই হচ্ছে।
সে আমাকে কিছুক্ষন বুঝাইল কেন এটা সম্ভব না। তারপর আমি বললাম তাইলে ওকে বল সে যাতে ইসলামে চলে যায়।
এবার আর তার আসল উদ্দেশ্য জানা গেল। সে রিপ্লাই দিল," না আপাতত দেওয়া যাবে না। "
যাই হোক আমি সিম্পলি আমার সেই মেয়ে ফ্রেন্ডকে আস্তে ধীরে ওর আসল উদ্দেশ্যে জানালাম। এক্ষেত্রে কিছু সময় নিয়েছিলাম কারন হঠাৎ করে বললে হয়ত আমারটাই কন্সপাইরেসি ভেভে বসতো, কারণ এত বছরের ফ্রেন্ডশিপ তার উপর সেম ডিপার্টমেন্ট, মাস্ট বি এতদিনে অনেক হেল্প-টেল্প ও করে দিয়েছে ওর। মেয়েটি বুঝলও আর পরে জানতে পারলাম তারা বেশ অনেকদিন যাবত একসাথে চলছিল ওইযে বললাম আমরা সবাই স্কুল লেভেল থেকে ফ্রেন্ড। সে হয়ত ভাবেনি যে ছেলেটা এরকম চিন্তা পোষন করে রাখবে মনে মনে।
সো এই আরকি। নিজেদের মুসলিম ফ্রেন্ডদের দিকেও নজর রাখেন, কেননা এটা তুলনামূলক সহজ। সম্ভব হলে কোনো অজুহাতে মেসেজ চেক করে ফেলেন এক ফাকে। দেখেন কে কে নিয়মিত ইন্টারেক্ট করতেসে ওদের পোস্টে।
0 মন্তব্যসমূহ