![]() |
ওঁ লেখা জুতা |
নরসিংদী সদরের একটি জুতার দোকানে পাওয়া গেল 'ওঁ' লেখা জুতা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই চিহ্ন ডিজাইন হিসেবে জুতায় লিখে বিক্রি করা হচ্ছে নরসিংদীর শিমুল সুজ নামে একটি জুতার দোকানে। দোকানে মুসলিম কর্মচারীরা নিজেদের অজ্ঞতা স্বীকার করে সমস্ত দোষ চাপিয়ে দেয় পাইকারী বিক্রেতার উপর। ঢাকার ফুলবাড়িয়ায় চায়না বাজার নামে এক দোকান থেকে তারা জুতাগুলি নিয়ে আসে।
এ ব্যাপারে নরসিংদী'র হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়লে, প্রশাসনের সহায়তায় দোকান থেকে জুতাগুলো সরিয়ে ফেলা হয়।
বিস্তারিত দেখুন ভিডিওতে -
ভিডিও লিংক
0 মন্তব্যসমূহ