![]() |
পায়ে রড দিয়ে আগাতের দাগ |
রমজানে প্রকাশ্যে পান খাওয়ায় বেধড়ক মার খেলেন হিন্দু নারী। গত ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জের ৭নং বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে বাঁশের লাঠি দিয়ে প্রতিভা রানীকে এমন বর্বরভাবে পিটিয়েছে নুরুল আমিন।
![]() |
পায়ে রড দিয়ে আগাতের দাগ |
স্থানীয়রা জানায়, নুরুল আমিন নাটেহরা গ্রামের মোহাম্মদ কলিমুদ্দিন গাজীর ছেলে। রমজান মাসে কেন হিন্দুনারী প্রতিমা রানী পান খাচ্ছে?—এই প্রশ্ন তুলে মারধর শুরু করে এবং বাঁশের লাঠি দিয়ে বেদম মারধর করে এবং সবশেষ হত্যার উদ্দেশ্যে বর্বরভাবে গলায় পাড়া দিয়ে ধরে রাখে।
![]() |
প্রতিভা রানীর উপর হামলাকারী নুরুল আমিন |
তথ্যসূত্র : অচিন্ত্যকুমার বৈদ্য
Abdullah Al Tarek এর ফেসবুক পোস্ট থেকে
0 মন্তব্যসমূহ