পটুয়াখালীর দুমকি উপজেলায় অঙ্গারিয়া ইউনিয়ের ঘটনা। হিন্দু থেকে মুসলিম হয়েছিল রাবেয়া বসরী। আট বছর আগে বিবাহ হয়েছে। একে একে হয়েছে চারটি কন্যা। কিন্তু ছেলে না হওয়ায় স্বামী ও শ্বাশুড়ী অত্যাচার করে, যৌতুক দাবী করে, ভরণপোষণ দেয় না, ঘরেও থাকতে দেয় না। এখন মারধোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্বামী করেছে আরেকটি বিয়ে।
সূত্র লিংক
0 মন্তব্যসমূহ