একই আঙিনায় মসজিদ-মন্দির

একই আঙিনায় মসজিদ-মন্দির

স্থানীয়রা জানান, ধর্মীয় বিভিন্ন আচার পালনে এখন পর্যন্ত কোনো বিরোধ দেখা যায়নি।

একই আঙিনায় মসজিদ-মন্দির

নাভিল আহমেদ নির্ঝর, Published on: 18 Feb 2024, 5:40 pm

কয়েক যুগ থেকে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির হয়ে দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাছারি মাঠ।


এই মাঠেই প্রায় ৫০ বছর ধরে পাশাপাশি অবস্থান করছে ফুলবাড়ী কেন্দ্রীয় পূজা উদযাপন মন্দির ও কাছারি মাঠ জামে মসজিদ।


প্রাচীর ঘেরা এই মাঠটিতে ১৯৭৪ সালে ফুলবাড়ী কেন্দ্রীয় পূজা উদযাপন মন্দির প্রতিষ্ঠিত হয়। এর কয়েক বছর পর মন্দিরের ৩০ গজের মধ্যে নির্মাণ করা হয় একটি মসজিদও।


স্থানীয়রা জানান, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে এখানে ইসলাম ও সনাতন ধর্মের মানুষেরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন।


ধর্মীয় বিভিন্ন আচার পালনে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন পর্যন্ত কোনো বিরোধ দেখা যায়নি বলেও জানালেন তারা।


ফুলবাড়ী উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মাঠে ফুলবাড়ি উপজেলা ভূমি অফিস ও ফুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে।


    প্রতিবেদকের বয়স: ১২। জেলা: কুড়িগ্রাম।


সূত্র: হ্যালো.বিডিনিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ